নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে পড়ে গুরুতর আহত হন তিনি। বাঁ হাতে মারাত্মক চোট লাগায় শুক্রবার তড়িঘড়ি করে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল থাকলেও কড়া নজরদারিতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী।
হাসপাতাল সূত্রে খবর, ভর্তি হওয়ার পরই হাতের এক্স-রে করা হয়েছে। চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন তাঁকে। পরিবারের তরফে জানানো হয়েছে, ব্যথা বেড়ে যাওয়াতেই হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না।

গত ১১ নভেম্বর নিয়োগ মামলায় জামিন পেয়ে বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথম দু’দিন অনুগামী ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও পরে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন। হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। এমন অবস্থায় হঠাৎ বাথরুমে পড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে। চিকিৎসকদের অনুমান, হাতে চোটের জন্য কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হতে পারে তাঁকে। চিকিৎসার অগ্রগতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

_

_

_

_

_

_
_


