মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন অনামী ভারতীয়। কাশ্মীরের আকিব নবি দার(Auqib Dar) , প্রশান্ত বীর(Prashant Veer), কার্তিক শর্মা।
প্রতিবারই নিলামে চমক দেন কোনও না কোন অনামী ভারতীয়। এবারও তিন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চলল তুমুল দর কষাকষি। ২০ বছর বয়সী বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার প্রশান্ত বীর(Prashant Veer)। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাঁর। দর কষাকষিতে ১৪.২ কোটি টাকায় পৌঁছে যায়। আইপিএল নিলামে সবচেয়ে দামি আনক্যাপড খেলোয়াড়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

জাদেজার বিকল্প হিসাবে প্রশান্তকে যে কোনও মূল্যে দলে পেতে চেয়েছিল সিএসকে। তারা ১৪.২ কোটি টাকা খরচ করল প্রশান্তকে নেওয়ার জন্য। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেই খুলে গেল আইপিএলের দরজা।

কাশ্মীরের আকিব দারও নজর কাড়লেন। গত মরশুমের রঞ্জি ট্রফিতে আকিব পেয়েছিলেন ৪৪ উইকেট। তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক। তাঁর নূন্যতম মূল্য ছিল ৩০ লক্ষ। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল দর কষাকষি চলে। শেষ পর্যন্ত তাঁকে দলে পেল দিল্লি।

কার্তিক শর্মার দর উঠল ১৪.৩ কোটি। ঘরোয়া ক্রিকেটে এখনও খুব একটা বিখ্যাত হননি কার্তিক কিন্তু আইপিএল নিলামে নজর কাড়লেন কার্তিক।

–

–

–

–



