Thursday, December 18, 2025

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

Date:

Share post:

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই সব প্রকল্পের ভাঁড়ারে কেন্দ্রেরই টান। এহেন নরেন্দ্র মোদির (Narendra Modi) জল শক্তি মন্ত্রকের (Ministry of Jal Shakti) পরিস্থিতিও যে একই হবে, তা বলাই বাহুল্য। এবার সরাসরি কেন্দ্রের জল শক্তি মন্ত্রী জানিয়ে দিলেন, মন্ত্রকের টাকার জন্য মিলছে না কেন্দ্রেরই ছাড়পত্র। ফলে আটকে রয়েছে বাংলার টাকাও।

কেন্দ্রের নিয়ম মেনে হর ঘর জল মিশন (Har Ghar Jal Mission) প্রকল্প বাংলা চালিয়েছে বাংলার ঘরে ঘরে জল পৌঁছে দিতে। কেন্দ্রের শর্ত মেনে কেন্দ্রের সঙ্গে অংশীদারিত্বেই প্রকল্পে টাকা ঢেলেছে রাজ্য। কিন্তু মাঝপথেই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিল কেন্দ্রের সরকার। বাংলার মানুষ জল চাইছেন। সেই দিকে তাকিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে অর্থ খরচ করে চলেছেন এই প্রকল্পে। কিন্তু কেন্দ্রের টাকা কোথায়? সেই প্রশ্ন তুলেই বুধবার কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাতিলের (C R Patil) সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সাংসদদের ১০ জনের প্রতিনিধিদল। আর সেই প্রতিনিধিদলকে কেন্দ্রীয় মন্ত্রী যে উত্তর দিলেন তাতেই স্পষ্ট কেন্দ্রের বিজেপি সরকারের ধাপ্পাবাজি।

আরও পড়ুন : CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

বুধবার সকালে দিল্লির শ্রম শক্তি ভবনে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে সাক্ষাত করেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি (TMC delegation) দল৷ প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে মন্ত্রীর সঙ্গে বৈঠক চলে৷ বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, অবিলম্বে বাংলার বকেয়া ২৫২৫ কোটি টাকা প্রদান করতে হবে, এই দাবি আমরা জানিয়েছিলাম কেন্দ্রীয় মন্ত্রীর কাছে৷ কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) বলেছেন, ওরা নিজেরাই ক্যাবিনেটের (cabinet) অনুমোদন পায়নি৷ ওদের নিজেদের টাকাই নাকি রেডি নেই (not ready)৷ ওদের কেন্দ্রীয় অনুমোদন হয়ে গেলে ওরা রাজ্যের টাকা রিলিজ করতে পারে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

spot_img

Related articles

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...