পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan), এমনই সিদ্ধান্ত নিয়েছে এএফসি(AFC)। এএফসি ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট আগামী দুটি মরশুমের (২০২৭-২৮ পর্যন্ত) জন্য এএফসি ক্লাব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে। যোগ্যতা অর্জন করলেও তারা খেলতে পারবে না। এর ফলে আইএসএল বা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও খেলতে পারবে না মোহনবাগান(Mohun Bagan) এএফসি টুর্নামেন্ট।
মোহনবাগান ছিল গ্রুপ সিতে, আহাল এফসির কাছে প্রথম ম্যাচ হারে, দ্বিতীয় ম্যাচ ইরানে সেপাহান এসসির বিরুদ্ধে ছিল, কিন্তু খেলতে যায়নি মোহনবাগান। এর জেরেই ২ বছর নির্বাসন ও ৫০ হাজার টাকা জরিমানা হল সবুজ মেরুনের। এর পাশাপাশি জানা গিয়েছে যে, এএফসির তরফে চিঠি এলে সিএএস-এ যাবে মোহনবাগান।

গত ৩০ সেপ্টেম্বর গ্রুপ সি’তে থাকা সেপাহান এফসির বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু ফুটবলারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইরানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদনও জানিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট।

গত বছরও এমনই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চাননি।

আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৪.৩০ টেয় যুবভারতীর অনুশীলন মাঠে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে প্র্যাক্টিস ম্যাচ খেলবে মোহনবাগান.

–

–

–

–


