যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। প্রশাসনিক সূত্রের খবর, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই তিন জনেই তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা পাঠিয়েছেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি মঙ্গলবার এই তিন শীর্ষ কর্তার কাছে শোকজ নোটিস পাঠিয়েছিল। যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে আইনশৃঙ্খলা ও ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে তাঁদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শোকজের জবাবে ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা উল্লেখ করেছেন যে, মেসির অনুষ্ঠানের জন্য আয়োজক সংস্থার তরফে যে পরিকল্পনা ও রূপরেখা আগাম জমা দেওয়া হয়েছিল, বাস্তবে অনুষ্ঠানের দিন তার সঙ্গে বিস্তর অমিল দেখা যায়। শেষ মুহূর্তে একাধিক পরিবর্তন আনা হয়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বলে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

ক্রীড়া সচিবের জবাবে আরও বলা হয়েছে, ওই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দফতরের হাতে ছিল না। কার্যত, সেদিনের বিশৃঙ্খলার দায় আয়োজক সংস্থার গাফিলতির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

অন্য দিকে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারের শোকজের জবাবে কী বলা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। প্রশাসনিক মহলের দাবি, তদন্ত কমিটি জমা পড়া সব ব্যাখ্যা খতিয়ে দেখার পরই রিপোর্ট চূড়ান্ত করবে। যুবভারতীর ঘটনার তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

আরও পড়ুন- যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

_

_

_

_
_

