প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ও বিশিষ্ট ফ্যাশন সাংবাদিক মেহের কাস্তেলিনো (Meher Castelino) প্রয়াত। বুধবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় ফ্যাশন ও সৌন্দর্য প্রতিযোগিতার জগতে নেমে এসেছে গভীর শোক।
১৯৬৪ সালে দেশের প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া হিসেবে মুকুট জিতে জাতীয় স্তরে পরিচিতি পান মেহের কাস্তেলিনো। এমন এক সময়ে তিনি এই খেতাব অর্জন করেছিলেন, যখন ভারতে সৌন্দর্য প্রতিযোগিতা ও ফ্যাশন সংস্কৃতি সদ্য বিকশিত হতে শুরু করেছে। তাঁর সেই জয় ভারতীয় পেজান্ট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
মেহের কাস্তেলিনোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফেমিনা মিস ইন্ডিয়া সংস্থা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত শোকবার্তায় তাঁকে ‘পথপ্রদর্শক’ আখ্যা দিয়ে বলা হয়েছে, তিনি বহু প্রজন্মের নারীর স্বপ্ন দেখার দরজা খুলে দিয়েছিলেন। সংস্থার বক্তব্যে উল্লেখ করা হয়, “তিনি মানদণ্ড স্থাপন করেছিলেন, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন।” আরও পড়ুন: দূষণ সার্টিফিকেট ছাড়া বন্ধ তেল! দূষণ কমাতে নয়া নিয়ম দিল্লিতে

ফেমিনা মিস ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানানো হয়, “অতুলনীয় সৌন্দর্য, মর্যাদা ও নীরব দৃঢ়তার প্রতীক ছিলেন মেহের কাস্তেলিনো। তাঁর উপস্থিতি সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিয়েছিল। তিনি যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথ ধরেই আজ বহু স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে।”

মুম্বইয়ে জন্মগ্রহণ করা মেহের কাস্তেলিনো শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই নয়, ফ্যাশন সাংবাদিক হিসেবেও বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। তাঁর অবদান ভারতীয় ফ্যাশন শিল্পের প্রাথমিক পর্বকে সমৃদ্ধ করেছে।

মেহের কাস্তেলিনোর প্রয়াণে তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ফেমিনা মিস ইন্ডিয়া সংস্থা। ভারতীয় ফ্যাশন ও সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন—একজন অগ্রদূত, যাঁর উত্তরাধিকার আজও অনুপ্রেরণা জোগায়।

–

–

–

–



