মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা। যুবভারতীতে মেসি কাণ্ডের তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে। মেসির(Messi) ভারত সফরের জন্য কোটি কোটি টাকার লেনদন হয়েছে। বিশেষ করে শতদ্রুর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অ্যাকাউন্ট থেকেই সেই লেনদেন হয়েছে। কীভাবে এই টাকা এল, কারা দিল সেই নিয়ে তদন্ত করবে ইডি(ED )।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির(Messi) ভারত সফরের জন্য বাজেট ছিল ১২০ কোটি থেকে ১৫০ কোটি। মেসির ম্যানেজমেন্ট সংস্থাকে মোটা অঙ্কের টাকা অগ্রিম দিতে হয়েছে। ফলে সেই টাকাই বা কোথা থেকে পেলেন শতদ্রু সেটাও খতিয়ে দেখবে ইডি।মেসি ইভেন্টে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে সন্দেহ!

এদিকে, শুক্রবার সকালে রিষড়ার বাঙুর পার্কে গ্রেফতার হওয়া শতদ্রু দত্তের বাড়়িতে বিধাননগর পুলিশ যায়, প্রথমে রিষড়া থানায় তদন্তকারী আধিকারিকরা, তারপর শতদ্রুর বাড়িতে যায় বিধাননগর পুলিশ। বাড়িতে কেউ ছিল নাষ শুধু পরিচারিকা ছিল।সূত্রের খবর, তবে কোনও কিছু সিজ করেনি।

শতদ্রুর বাড়ি থেকে বেরোনোর সময় এক পুলিশ আধিকারিক বলেন, তদন্তের বিষয় আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না। বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুবভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতে ইডি ইসিআড়আর দায়ের করে কালো টাকার উৎস সন্ধানে তদন্ত করবে বলে খবর।

যুবভারতীর ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। যুবভারতীতে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় তদন্তে নেমে পুলিশ নতুন করে আরও কয়েক জনকে গ্রেফতার করেছে বলে সূত্রের খবর।

–

–

–

–



