সংযুক্ত আরব আমিরশাহি (UAE) কিছুদিন আগেই পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভিক্ষাবৃত্তি এবং অসামাজিক কাজের জন্য এবার সেই একই পথে হাঁটল সৌদি আরব (Saudi Arabia)। প্রায় ৫৬ হাজার ভিখারিকে দেশ থেকে বার করে দিল বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। গত বছর থাকেই শোনা যাচ্ছিল, পাকিতানের (Pakistan) ভিক্ষুকে ভরে গিয়েছে পুরো সৌদি আরব। শুধুমাত্র ভিক্ষা করার জন্যই প্রতিবছর হাজার হাজার পাকিস্তানি পাড়ি দেয় বিদেশে। এই প্রবণতা অনেকদিনের পাকিস্তানিদের।
মক্কা এবং মদিনা দুটি পবিত্র তীর্থস্থানের সামনে পাক নাগরিকদের ভিক্ষা করতে দেখে সৌদি আরব প্রশাসন। তার পরেই এই সিদ্ধান্ত নেয় আরব প্রশাসন। তবে এই ঘটনা নতুন কিছু নয়। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (Federal Investigation Agency) বা এফআইএ (FIA) অবশ্য দাবি করে, তারা এই চক্র ভাঙার চেষ্টা করছে। তথ্য পরিসংখ্যান বলছে, ২০২২.এ সঠিত ভিক্ষুক চক্রগুলির বিদেশযাত্রা আটকানোর জন্য ৬৬১৫৪ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। অথচ এত নজরদারির পরেও পরিস্থিতি যে বদলায়নি, তা সৌদি আরবের এই সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট হয়ে গিয়েছে।

পাকিস্তানের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা রয়েছে, এমনকী তার সঙ্গে রয়েছে বিদেশি সরকারের কড়া সতর্কবার্তা তারপরেও বিদেশে ভিক্ষন করতে যাওয়া- এই ছবির কোন পরিবর্তন ঘটেনি। এর ফলেন ভিক্ষাবৃত্তির জন্য ৫৬০০০ পাকিস্তানি ভিক্ষুকদের ফেরত পাঠিয়েছে কাতর সরকার।

২০২৩ সালের প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, বিদেশে যত ভিখারিকে গ্রেফতার করা হয় তাঁদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি। ফলে এই কারণে পাকিস্তান সরকারকে গোটা বিশ্বের কাছে লজ্জার মুখে পড়তে হয়েছে। এর মধ্যে আরব আমিরশাহি গত মাসেই অনেক পাকিস্তানি নাগরিকদেরই ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে স্পষ্ট করে বলা হয়েছে দেশটিতে গিয়ে বেশিরভাগ পাকিস্তানি অপরাধমূলক কর্মকাণ্ড ও ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে, যা আইনশৃঙ্খলার জন্য যথেষ্ট চিন্তার কারণ।
আরও খবর: পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

সব মিলিয়ে ছবিটির একেবারেই সুখকর নয়। সৌদি আরব (Saudi Arabia) এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো গুরুত্বপূর্ণ দেশগুনি পাকিস্তানিদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একদিকে দেশে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে আন্তর্জাতিক স্তরে ভিসা নিয়ে নিষেধাজ্ঞা এই দুই চাপে পাকিস্তানের সাধারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

–

–

–

–

–


