উত্তপ্ত বাংলাদেশ। রাতভর ভারত বিরোধিতার একের পর এক নজির প্রতিবেশী দেশে। স্পষ্টত ব্যর্থ মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। জুলাই গণ বিক্ষোভের পর রাজনৈতিক নেতা হাদির মৃত্যুতে যে পরিস্থিতি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশে, তার কোনও উত্তর নেই মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) কাছে, শান্তির আবেদন করা ছাড়া। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিষয়ে কোন মন্তব্য করছে না প্রতিবেশী রাজ্য বাংলা। অথচ বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতিকে টেনে বাংলায় ধর্মীয় বিভাজন ও হিংসার রাজনীতি চালানোর প্রক্রিয়া শুরু বিজেপির। বিজেপি মুখপাত্র অমিত মালব্যের (Amit Malviya) সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ইঙ্গিত দেখে এবার পুলিশকে পদক্ষেপ নেওয়ার দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।
বাংলাদেশের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক কোনও রকম বিবৃতি জারি করেনি। অথচ বিজেপি মুখপাত্র অমিত মালব্য বাংলাদেশের অরাজকতার ছবি তুলে ধরে তাকে বাংলার সঙ্গে তুলনার লজ্জাজনক পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের কেন্দ্রীয় পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে, সেই বাংলার সঙ্গে বাংলাদেশের চরমপন্থী ধর্মীয় সংগঠনের তুলনা করেন অমিত মালব্য। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা করে ২০২৬-এর ভোটে (Assembly Election 2026) ফায়দা লোটার চেষ্টা বিজেপির, অমিত মালব্যর (Amit Malviya) পোস্টে সেটাই স্পষ্ট। তিনি স্পষ্ট দাবি করেন, ২০২৬-এর পরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা থাকলে বাংলার পরিস্থিতি খারাপ হবে। অর্থাৎ ২০২৬-এর নির্বাচনে তৃণমূলকে বদনাম করে বিজেপিকে ফায়দা করে দেওয়ার চেষ্টা অমিত মালব্যর।

তবে বিজেপিকে ফায়দা করে দিয়ে যে হিংসার বার্তা ছড়াচ্ছেন অমিত মালব্য তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি স্পষ্ট দাবি করেন, অমিত মালব্যর এই পোস্ট ভয়ংকর। তিনি বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে বাংলার পরিস্থিতির তুলনা করছেন। এটা শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য অপমানজনক নয়, উপরন্তু এটা একটা স্পষ্ট প্ররোচনা।

সেই সঙ্গে এভাবে হিংসা ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলে কুণাল দাবি করেন, পুলিশের উচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া।

আরও পড়ুন : পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

স্পষ্টত, দেশের আন্তর্জাতিক সমীকরণের ক্ষেত্রে বাংলার প্রশাসন কেন্দ্র সরকারের সমর্থনেই থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, বাংলাদেশের বিষয়টি আন্তর্জাতিক বিষয়। আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করব না। আমাদের নেতৃত্ব পরিস্থিতির উপর নজর রাখছে এবং জাতীয় স্বার্থে ভারত সরকারের পাশেই রয়েছে। সেই সঙ্গে দাবি জানান, বিষয়টি আন্তর্জাতিক এবং কেন্দ্রের সরকারের একটি বিবৃতি প্রকাশ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

This post of @amitmalviya is dangerous. He is comparing the situation of Bangladesh with West Bengal. This is not only insult to our state, but also this is clear provocation also. Police should book this person and take appropiate legal step urgently.
The situation in Banglesh… https://t.co/aTNF9Fx5Lm— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 19, 2025
–

–

–



