Friday, December 19, 2025

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

Date:

Share post:

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডি মঙ্গলবার শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়িতে তল্লাশি চালায়। বেঙ্গালুরুর ‘বাস্তিয়ান’ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বুধবার সকালে শিল্পার মুম্বইয়ের দাদরের রেস্তোরাঁয় তদন্ত শুরু করে আয়কর কর্মকর্তারা । একইসঙ্গে রাতের বেলায় মুম্বইয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়।

শিল্পা শেট্টি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই মামলা নিয়ে তাঁর নাম জড়িয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি একজন মহিলার সুনাম নষ্ট করছে। তিনি জোর দিয়ে বলেন, সংস্থার কোনো সিদ্ধান্তে তার কোনো হাত নেই অথচ অযৌক্তিকভাবে তাঁর নাম জড়ানো হয়েছে।

গত আগস্টে মুম্বইয়ের লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের পরিচালক দীপক কোঠারি, শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। এরপর সেপ্টেম্বর মাসে পুলিশ তাদের জন্য লুক আউট নোটিস জারি করে, ফলে দেশ ছেড়ে বাইরে যেতে হলে অনুমতি নিতে হয়। এ নিয়ে তারা উচ্চ আদালতে নোটিস চ্যালেঞ্জ করেন, কিন্তু আদালত তা খারিজ করে দেয়। বম্বে হাই কোর্ট জানিয়েছে, “প্রথমে ৬০ কোটি টাকা জমা করুন, তারপরই বিদেশ ভ্রমণ করতে পারবেন।” ফলত আইনি বিপাকে অভিনেত্রী। আরও পড়ুন: বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

মামলাকারী দীপক কোঠারি দাবি করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ওই সংস্থায় ৬০ কোটি ৪৮ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। দীপকের অভিযোগ, এই টাকা ব্যবসায় ব্যবহার না করে তারকা দম্পতির ব্যক্তিগত কাজে খরচ করা হয়েছে। তিনি জানিয়েছেন, যখন তিনি বিনিয়োগ করেন, তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। ৭৫ কোটি টাকার ঋণ এবং ১২ শতাংশ সুদ সঠিক সময়ে ফেরত পাওয়ার শর্তে এই বিনিয়োগ করা হয়েছিল। শিল্পা শেট্টি এখন এই অভিযোগের বিরুদ্ধে নিজেকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে দাবি করছেন এবং এই তদন্তে সহযোগিতা করছেন শিল্পা।

spot_img

Related articles

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...