Saturday, December 20, 2025

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

Date:

Share post:

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাঙালি অস্মিতা তুলে ধরে চ্যালেঞ্জ করেছেন। দাবি করেছেন, বাঙালির সঙ্গে যেন কোনওভাবেই পাঙ্গা নিতে না আসে বিজেপি (BJP)। আর তা হলে যে কী হতে পারে, বৃহস্পতিবার রাতভর প্রমাণ রাখলেন বাংলার সাংসদরা (TMC MP)। দিল্লির প্রচণ্ড ঠাণ্ডা ও ভয়াবহ দূষণকে (Delhi pollution) তোয়াক্কা না করে রাতভর ধর্না ও অবস্থান-বিক্ষোভ চালিয়ে গেলেন তৃণমূল সাংসদেরা।

শ্রমিক বিরোধী অগণতান্ত্রিক ভি বি জি রাম জি বিলকে (VBGRAMG bill) বৃহস্পতিবার সংসদে গায়ের জোরে পাশ করিয়ে নিয়েছে মোদি সরকার৷ এর জেরেই বিরোধী শিবিরের বিক্ষোভ সমাবেশকে নেতৃত্ব দিয়ে মোদি সরকারকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের৷ দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার সারারাত ধরে দিল্লির প্রচণ্ড ঠান্ডায়— ৯-১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়— তৃণমূল কংগ্রেসের সাংসদেরা রাত জাগলেন, অগণতান্ত্রিক বিলের প্রতিবাদ জানালেন পুরোনো সংসদ ভবনের (Parliament) প্রবেশপথে ধর্না দিয়ে৷ রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়ানের নেতৃত্বে দলীয় সাংসদ সাগরিকা ঘোষ, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক এবং মৌসম নূর সারারাত বসেছিলেন ধর্নায়৷

রাত দুটো পর্যন্ত বিরোধী শিবিরের সাংসদ তিরুচি শিবা, নাসির হুসেনরা ছিলেন তৃণমূল সাংসদদের সঙ্গে৷ পরে তাঁরা চলে গেলে তৃণমূল সাংসদেরা ধর্নাস্থলেই বসে থাকেন সারারাত৷ প্রচণ্ড ঠান্ডায় কম্বলমুড়ি দিয়ে দমে না গিয়ে তাঁরা উদাত্ত কণ্ঠে গান ধরেন— ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা৷ বৃহস্পতিবার সারারাত কলকাতা থেকে দলীয় সাংসদদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দিল্লির প্রচণ্ড ঠান্ডা (Delhi pollution) ও দূষণের মাঝে ধর্নারত দলীয় সাংসদদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেন তিনি৷

আরও পড়ুন : বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

সেখানেই শেষ নয়। শুক্রবার সংসদের অধিবেশন শুরু পর্যন্ত চলতে থাকে তাঁদের ধর্না। আর শুক্রবার সংসদে অধিবেশন শুরু হতেই ফের বিরোধী দলের সাংসদরা যোগ দিতে থাকেন তৃণমূল সাংসদদের ধর্নায়। সংসদ চত্বরে বিরোধী শিবিরের নজিরবিহীন ঐক্য দেখা যায়৷ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ, শক্তি সিং গোহিল, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী শুক্রবার সকালে তৃণমূলের ধর্নায় যোগ দেন৷ সঙ্গে ছিলেন অভিনেত্রী ও বর্ষীয়ান সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan)৷ বৃহষ্পতিবার রাতে বিরোধী শিবিরের দুই প্রবীণ সাংসদ রেণুকা চৌধুরী (Renuka Chaudhary) এবং জয়া বচ্চন বিক্ষোভরত সাংসদের জন্য রাতের খাবার তৈরি করে এনেছিলেন৷ শুক্রবার সকালে ডিএমকে সাংসদ তিরুচি শিবা (Tiruchi Siva) তাঁর বাড়ি থেকে পাঠান তাজা ইডলি ও সম্বর৷ বিরোধী শিবিরের সব দলই তৃণমূলের আগ্রাসী প্রতিবাদ ও রাতভর ধর্না কর্মসূচিকে কুর্নিশ জানিয়েছে৷ তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে চোখে আঙুল দিয়ে গোটা দেশকে মনে করিয়ে দিয়েছে, ঠিক এই ভাবেই ২০২০ সালে মোদি সরকার প্রণীত কৃষক বিলের বিরুদ্ধে সংসদে প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা৷ সেবার জয় এসেছিল দীর্ঘ লড়াইয়ের পরে৷ এবারেও তাঁদের জয় নিশ্চিত, মোদি সরকারকে প্রত্যাহার করতে হবে জাতির জনকের নাম মোছা শ্রমিক বিরোধী এই বিল।

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...