শনিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে ৩০ রানে প্রোটিয়াদের হারিয়ে ৩-১ ফলে সিরিজ জিতে নিল ভারত।
চোটের জন্য শুভমান গিল খেলতে পারেননি। ফলে তাঁর পরিবর্তে খেলেন সঞ্জু স্যামসন। কিন্তু শুরুতেই একটি শটে আহত হলেন আম্পায়ার। মাঠে বসে পড়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। চিকিৎসার পর উঠে দাঁড়িয়ে আম্পায়ারিং শুরু করেন।

ওপেন করতে নেমে অভিষেক ২১ বলে ৩৪ রান করে আউট হন। অন্যদিকে ২২ বলে ৩৭ রান করে ফেরেন। অনেকে যেমন বলছেন, তাঁর এই ইনিংসটা যেন ‘বঞ্চনা’র উত্তর। স্বপ্নের ফর্ম জারি তিলক বর্মারও। ৪২ বলে ৭৩ রান করেন। তবে অধিনায়ক সূর্যকে নিয়ে চিন্তা বজায় থাকল। খারাপ ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের। মাত্র ৫ রানে আউট হন। টি-২০ বিশ্বকাপের আগে যা চিন্তা বাড়াচ্ছে।

দুরন্ত ছন্দে হার্দিক, এই ম্যাচেও অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে।অর্ধশতরানের পর গ্যালারিতে বসে থাকা বান্ধবী মাহিকা শর্মাকে চুম্বন ছুড়লেন হার্দিক। কয়েক দিন আগেই মাহিকার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। বান্ধবীকে নিয়ে সমাজমাধ্যমে সরবও হয়েছিলেন তিনি। ২০ ওভার শেষে ৫ উইকেটে ২৩১ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ২০১ রানেই আটকে গেল প্রোটিয়ারা। বল হাতে ঘূর্ণি বজায় রাখলেন বরুণ।বল হাতে ৪ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। সিরিজে সবচেয়ে বেশি উইকেট তামিল স্পিনারের দখলে। প্রোটিয়াদের হয়ে লিন্ডে ২৫ বলে ৬৩ রান করে আউট হলেন।

–

–

–

–

–


