আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে হেলিপ্যাড – উৎসাহ আগের মতো আর নেই মোদি-তে প্রমাণ করল নদিয়া (Nadia)। তারই মধ্যে শুরু হল চেয়ার ছোঁড়াছুঁড়ি। অবশ্যই তার অন্যতম কারণ এসআইআর (SIR)। যার জেরে সব থেকে সমস্যায় মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ। সভার আগে পর্যন্ত মতুয়াদের ভোটাধিকার নিয়ে উত্তর হাতড়ে গেলেন বিজেপির সাংসদ মন্ত্রীরা।

তাহেরপুুরের (Taherpur) সভা মাঠে ক্যামেরা বেশি দূর এগোতেই পারল না। চাঁদোয়া শেষ হতেই ভিড়ও শেষ। সাধারণত প্রধানমন্ত্রী (Prime Minister) আসার আগে হেলিপ্যাডে প্রচুর মানুষ জমায়েত করে থাকেন। এবারে সেই ভিড়ও হালকা। কার্যত স্পষ্ট দুটি রাস্তা উদ্বোধন নিয়ে মোদির (Narendra Modi) বক্তব্য শোনার আগ্রহ নেই নদিয়ার মানুষের মধ্যে।

ভিন জেলা থেকে বাসে-ট্রাকে করে মানুষ এনে ভোর থেকে জমায়েতের চেষ্টা চালায় বিজেপি। আদতে মোদির বক্তৃতা শুনতে আগ্রহী না হওয়া বিজেপি সমর্থকরা সেখানেই চেয়ার নিয়ে ছোঁড়াছুঁড়ি শুরু করেন।

অব্শ্যই তার একটি বড় কারণ মতুয়াদের ভোটাধিকার ব্যাপক হারে চলে যাওয়া। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রশ্ন করেছিলেন সাত বছরে কত মানুষকে নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আজও তার উত্তর দিতে পারেনি মোদি সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিকত্ব না থাকলে ভোটাধিকারের প্রশ্নই নেই।

আরও পড়ুন : বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

তবে কী খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মতুয়ারা (Matua) আদৌ ২০২৬ বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবেন? প্রশ্ন শুনে আকাশ পাতাল হাতড়াচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। সাফাই দিচ্ছেন, বিধানসভা নয়, লোকসভা নির্বাচনটাই বড়। আর লোকসভা থেকে না কি মতুয়াদের নাগরিকত্ব দেবেন মোদি। আদতে মতুয়ারা যে বিজেপির এই দ্বিচারিতা ধরে ফেলেছেন, বুঝিয়ে দিল তাহেরপুরের ফাঁকা জনসভা।

spot_img

Related articles

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...