Saturday, December 20, 2025

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

Date:

Share post:

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য পরীক্ষা (recruitment exam) দিতে আসেন প্রায় ৮ হাজার চাকরি প্রার্থী। হোমগার্ডের (Home Guard) পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের শেষে রানওয়েতে (runway) বসাতে হল। স্পষ্টত, বিনা প্রস্তুতিতেই নিয়োগের পরীক্ষা নিতে শুরু করেছিল বিজেপি শাসিত ওড়িশা (Odisha), প্রমাণিত এই ঘটনায়।

ডবল ইঞ্জিন শাসনে হাতে ডিগ্রি, কিন্তু কাজ নেই। হোম গার্ড পদে নিয়োগের জন্যে শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি। তবে এই পরীক্ষার জন্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও অংশগ্রহণ করেছিলেন। ওড়িশার হোম গার্ডরা দৈনিক ৬৩৯ টাকা ভাতা (allowance) পান বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। গত ১৬ ডিসেম্বর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, তৃণমূল কংগ্রেস ওড়িশার কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকারের সমালোচনায় সরব।

পশ্চিম ওড়িশায় চারটি নতুন এয়ারস্ট্রিপ (air stripe) নির্মাণের পরিকল্পনা নিয়েছে সে রাজ্যের সরকার। উন্নত উড়ান পরিষেবার জন্যেই এই উদ্যোগ। এর মধ্যে নির্মীয়মান জামাদারপালি রানওয়েতে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়। চাকরিপ্রার্থীদের রানওয়েতে বসে পরীক্ষা দেওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূল লিখেছে, এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বিজেপি-শাসিত ওড়িশার বাস্তব চিত্র। এমবিএ ও এমসিএ পাশ করা তরুণ-তরুণীসহ ৮,০০০ জনেরও বেশি চাকরিপ্রার্থী, মাত্র ১৮৭টি হোম গার্ড পদের জন্য লাইনে দাঁড়িয়ে। এটাই তথাকথিত ডবল ইঞ্জিন শাসনের নির্মম বাস্তবতা। হাতে ডিগ্রি, কিন্তু কাজ।

আরও পড়ুন : ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

আদতে বিজেপি শাসিত ওড়িশায় সাধারণ মানুষের চাকরির পরিস্থিতি কী, বা তা নিয়ে বিজেপির প্রশাসন কতটা উদাসীন তা প্রমাণিত এই ঘটনায়। একটি নিয়োগের পরীক্ষা (recruitment exam) নিতে গেলে যে পরিকাঠামো দরকার, তা নিয়ে বিন্দুমাত্র প্রস্তুতি ছিল না মোহন মাঝি (Mohan Majhi) প্রশাসনের। ফলে কোনও স্কুলে পরীক্ষা কেন্দ্র করা যায়নি। শেষ পর্যন্ত রানওয়েকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়। এমনকি এয়ারস্ট্রিপের ঘরেও ৮ হাজার পরীক্ষার্থীকে জায়গা দিতে পারেনি ওড়িশার বিজেপি সরকার।

spot_img

Related articles

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...

বাংলাদেশের অশান্তির আঁচ এবার ক্রিকেট মাঠে! অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাড়ছে বিপিএল বাতিলের সম্ভাবনা

অশান্তি আর নৈরাজ্যের বাংলাদেশে সংবাদমাধ্যমের অফিস থেকে সাংস্কৃতিক কেন্দ্রে আক্রমণের পর এবার কি উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে...

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...