Saturday, December 20, 2025

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মতুয়াদের ভোটাধিকার রক্ষার কী উপায় বলবেন তিনি, তার জন্য অপেক্ষায় ছিলেন নদিয়ার (Nadia) মানুষ। কিন্তু সকলকে অবাক করে এসআইআর (SIR) বা ভোটাধিকার (voting right) নিয়ে একটি কথা খরচ করলেন না তিনি। বিজেপির গ্যারান্টারের (guarantor) দিশাহীন বার্তা নিয়ে বৈঠকের শেষে কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূলের।

নদিয়ার মানুষের নজর টানতে বক্তৃতার শুরুতে ঘটনা করে ‘জয় নিতাই’ উল্লেখ করেন নরেন্দ্র মোদি। বারবার প্রমাণ করার চেষ্টা করেন তিনি বাংলার তথা নদিয়ার সংস্কৃতির সঙ্গে একাত্মতা অনুভব করেন। আর যে মতুয়া গড়ে আয়োজন করা হয়েছিল এই সভার, সে মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য নরেন্দ্র মোদি গুনে গুনে চারটি বাক্য খরচ করলেন। যেখানে বাংলার মতুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘ দুশ্চিন্তার কোনও সদুত্তর নেই।

তাহেরপুরের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, সমাজকল্য়াণের ভাবনা মতুয়া সমাজ বহন করছে। হরিচাঁদ ঠাকুর আমাদের কাজের মর্ম বুঝিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর নিজের লেখনিতে তুলে ধরেছেন। বড়মা তাঁদের উপর মাতৃত্ব বর্ষণ করেছেন। এই সব মহান সন্তানদের আমার প্রণাম।

কিন্তু ওই প্রণাম পর্যন্তই। মতুয়া সমাজের জন্য কেন্দ্রের বিজেপি সরকার, কি করতে পারে, তার কোনও দিশা মোদির বক্তৃতায় নেই। তা নিয়েই কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি প্রশ্ন তোলেন, কোথায় সুরাহা? একটা শব্দও তিনি বলতে পারেননি। বা ওনার বলার মতো কিছু নেই। এসআইআর-এ বিপদে পড়েছে যে মানুষগুলো তাঁদের কিছু বলার মতো কোনও ফর্মুলা ওনার কাছে নেই। তাই প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত বার্তা সম্পূর্ণ দিশাহীন। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, বাংলার স্বার্থ বিরোধী। এবং এই এসআইআর-এর কারণে যাঁরা অনিশ্চয়তায় পড়েছেন তাঁদের পক্ষে হতাশাজনক।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

শনিবার তাহেরপুরের মঞ্চ থেকে বঙ্গ বিজেপির নেতারা বারাবার দাবি করার চেষ্টা করেছেন, বাংলার মানুষের উন্নয়নের গ্য়ারান্টি না কি দেবেন নরেন্দ্র মোদি। শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলায় যাতে না হয়, তার গ্যারান্টি দিচ্ছেন মোদি। সেই গ্য়ারান্টারের স্বরূপ ফাঁস করে কুণাল দাবি করেন, যাঁর নামে বলছেন গ্য়ারান্টার, তিনি আজ বক্তৃতায় কিছু বললেন না। যাঁকে বলছেন গ্যারান্টার (guatantor), তিনিই কোনও গ্যারান্টি (guarantee) দিচ্ছেন না। সবাই অধীর আগ্রহে বসে, যে উনি সিএএ (CAA), নতুন নিয়ম – অনেক কিছু বলবেন। অথচ তিনি এই শব্দগুলি উচ্চারণ পর্যন্ত করলেন না।

spot_img

Related articles

অদমিত: হামলার ক্ষত বুকে নিয়ে বাংলাদেশে প্রকাশিত প্রথম আলো-ডেলি স্টার

হামলার ক্ষত বুকে নিয়ে শনিবার প্রকাশিত হল প্রথম আলো (Pathom Alo) এবং ডেলি স্টার (Daily Star)। একদিন বন্ধ...

নিরাপত্তার পাঁচিল ভেঙে গর্ভগৃহে ক্যামেরা! পুরীর জগন্নাথের নিরাপত্তা নিয়ে তুঙ্গে বিতর্ক

অন্যান্য ধর্মীয় স্থানের মতো নিয়মের বেড়াজাল রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরেও। কিন্তু ফাঁক গলে ক্যামেরা ঢুকে জগন্নাথ ধামের গর্ভগৃহে।...

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...