Monday, December 22, 2025

বাংলাদেশের অশান্তির আঁচ এবার ক্রিকেট মাঠে! অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাড়ছে বিপিএল বাতিলের সম্ভাবনা

Date:

Share post:

অশান্তি আর নৈরাজ্যের বাংলাদেশে সংবাদমাধ্যমের অফিস থেকে সাংস্কৃতিক কেন্দ্রে আক্রমণের পর এবার কি উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে ক্রিকেট মাঠেও? আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডিসেম্বরের ২৬ তারিখ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh premier league) শুরু হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার থেকে পদ্মাপাড়ে যে অশান্তি শুরু হয়েছে তাতে ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে টুর্নামেন্ট বাতিল করা হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে। আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh cricket board) তরফে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা আসেনি।

ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। ভাঙচুর চালানো হয়েছে সংবাদপত্রের অফিসে, পিটিয়ে খুন করা হয়েছে হিন্দু যুবককে। রেহাই পাইনি সাংবাদিকও। আক্রান্ত সে দেশের সংবাদমাধ্যম, এমনকি লণ্ডভণ্ড করা হয়েছে মুজিবের দেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটের প্রত্যেকটা ঘর। বাংলা সংস্কৃতি – সংগীতের ওপর আক্রমণের পর এবার চিন্তা বাড়ছে ক্রিকেট ম্যাচ ঘিরে। এই মুহূর্তে সে দেশের যা পরিস্থিতি তাতে ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) বাতিল করা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এখনও পর্যন্ত সূচি পরিবর্তন বা টুর্নামেন্ট বাতিল নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। ম্যাচের জন্য মাঠ প্রস্তুত। তাই সেভাবে কোন সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। বিপিএলে যেহেতু বিদেশে ক্রিকেটাররাও খেলে সেক্ষেত্রে তাঁদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে না তো? এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে তাঁরা কি খেলতে আসতে রাজি হবেন? সে দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন টুর্নামেন্টের সূচি হয়তো কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

 

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...