Saturday, December 20, 2025

বড়দিনে কঠোর নজরদারি! অগ্নিগর্ভ বাংলাদেশের আঁচ কলকাতায় রুখতে সতর্কবার্তা মনোজ ভার্মার 

Date:

Share post:

বড়দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর তারপরেই বর্ষবরণ। ইতিমধ্যেই সেজে উঠেছে শহর কলকাতা আর সেই সঙ্গেই আনন্দে মেতে উঠেছে তিলোত্তমাবাসী। এই অবস্থায় বাংলাদেশে হিংসার আঁচ যাতে কলকাতায় এসে না পড়ে, তার জন্য সতর্ক থাকতে পুলিশকে কড়া বার্তা দিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। যেকোনওরকম অশান্তির খবর পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসআইআর-এ শুনানি নিয়েও যাতে কোনও অশান্তি না ছড়ায়, এই নয় সতর্ক থাকতে পুলিশকে জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার।

শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনা নিয়ে জ্বলছে বাংলাদেশ। এপার বাংলাতেও এই নিয়ে সরব হয়েছেন অনেকে। শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে উঠে এল এবং এই নিয়ে যেন কলকাতায় কোন রকম অপ্রীতিকর অবস্থা না তৈরী হয় সেটা দেখার নির্দেশ দেন নগরপাল। তিনি জানান কলকাতা পুলিশ এলাকায় বাংলাদেশি পাড়ায় ওই অশান্তি থেকে বিরত থাকতে হবে। যদি কোনও সমস্যা আগাম আঁচ করা যায়, তাহলে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

শুধু তাই নয়, সামনেই SIR নিয়ে শুনানি পর্ব। কলকাতা পুলিশের প্রতিটি থানা এবং শহরতলির থানাগুলিকে কঠোর নজরদারির কথা বলা হয়েছে। বড়দিন ও বর্ষবরণ এর মাঝে কোনরকম অশান্তি যেন না হয় এই নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে হোটেলগুলিতে মাঝেমধ্যে চেকিংয়ের নির্দেশ দিয়েছেন তিনি। লাইসেন্স ঠিক আছে কি না বা নতুন কোনও হোটেলের লাইসেন্স সঠিক কি না, সেই দিকেও নজর রাখতে বলেন তিনি। যেকোন অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামঘরের লাইসেন্স নিয়ে প্রশ্ন ওঠে। গুদামঘরের লাইসেন্স ও পর্যাপ্ত অনুমতি আছে কি না, এদিন সেই দিকেও এদিন নজর দিতে বলেন তিনি।

আরও পড়ুন – বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ: খালি হাতে আসা মোদিকে পাল্টা তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...

ভেঙে দেওয়া হল বসিরহাট পুরসভার বোর্ড! দায়িত্বে বসিরহাটের মহকুমাশাসক

আরবান ডেভেলপমেন্ট দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতে ভেঙে দেওয়া হল বসিরহাট পুরসভার বর্তমান পরিচালন বোর্ড। এসডিও দফতরের মাধ্যমে বসিরহাট পুরসভা...

সুকান্তের মুখে নাগরিকত্বের টোপ! কড়া জবাব তৃণমূলের 

পশ্চিমবঙ্গে ভোটের আগেই মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রাখতে বিজেপির নানান কৌশলের কথা প্রকাশ করেছে তৃণমূল। এর মধ্যে একটি...

প্রয়াত বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার, বয়স হয়েছিল ৯৬

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রয়াত হলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর উপ-প্রধান এ কে খন্দকার। দীর্ঘদিন ধরেই বার্ধত্যজনিত অসুস্থতায়...