এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ও পিপল ফর অ্যানিম্যালস। পিপল ফর অ্যানিম্যালস (PFA)-এর সহযোগিতায়, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI)-র উদ্যোগে প্রথমবারের CINEKIND পুরস্কার প্রদান অনুষ্ঠিত হল কলকাতার এক অভিজাত হোটেলে। ঝাঁ চকচকে হোটেলের ব্যাংকয়েট সাক্ষী থাকল পশুপাখিদের নিয়ে তৈরি ছবির আলোচনার, স্বীকৃতির। ছিলেন PFA-র চেয়ারপার্সন মানেকা গান্ধী (Maneka Gandhi), FFI-এর সভাপতি ফিরদৌসুল হাসান (Firdausul Hasan), মন্ত্রী-নাট্যকার ব্রাত্য বসু, রাজ্যের আরেক মন্ত্রী-সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, সাংবাদিক তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh), পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, গায়ক মোহিত চৌহান, সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, অভিনেত্রী দেবশ্রী রায়, পাওলি দাম। ছিলেন পিপল ফর অ্যানিমেলস-এর সক্রিয় কর্মী অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

পায়ে চোট সত্ত্বেও হুইল চেয়ারে অনুষ্ঠানে হাজির থাকার জন্য শুরুতেই মানেকা গান্ধী অভিবাদন জানান কুণাল ঘোষকে। কুণালের কথায়, পশুপাখীদের জন্য বিশেষ সন্ধ্যা। এ আমন্ত্রণ উপেক্ষা করা কঠিন। অনুষ্ঠানে না জানা গল্প শুনিয়েছেন পিপল ফর অ্যানিম্যালস এর চেয়ারপার্সন। বলেন, “১৮ বছর বয়সে আমার পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল। তৎকালীন দিল্লি সরকারের বিরুদ্ধে মামলা করেছিলাম আমি। মনে হয়েছিল আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। স্বাধীনতা সকলের জন্যই প্রয়োজন। মানুষ আর পশু, তাদের মধ্যে পার্থক্য করলে চলবে না।” মানেকা গান্ধীর কথায়, “মনে রাখবেন হৃদয়ে দরজা একটাই। তা যখন খুলবে তখন সকলের জন্যই সমান উদার হতে হবে।” এদিন দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পিপল ফর অ্যানিমেলস-এর চেয়ারপার্সন মানেকার হাতে বিশেষ স্বীকৃতি সম্মান তুলে দেন দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসল হাসান।



ফিরদৌসল জানান, সারা দেশের মধ্যে প্রথম অভিনব এই পুরস্কারের আসর বসছে কলকাতায়। নাম সিনেকাইন্ড। দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া আর পিপল ফর অ্যানিমেলস এর যৌথ উদ্যোগে বাংলা দেখাল অন্যরকম ভাবতে শেখায় এই রাজ্যই।
পশুপাখীদের কথকথা ভেবে সিনেমা তৈরি করেছেন এমন একাধিক চলচ্চিত্রকারের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। কেউ গরুর জন্য ছবি তৈরি করেছেন। কেউ রাতের পর রাত জেগেছেন পাখির জন্য। কেউ আবার কুকুরদের মনের কথা তুলে ধরেছেন চিত্রনাট্যে।


‘মা কা দুধ’ সিনেমার জন্য পুরস্কৃত হলেন ডা. হর্ষ আত্মাকুড়ি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন পরিচালক অরিন্দম শীল।
‘ল্যান্ড অফ অহিংসা’ সিনেমার জন্য পুরস্কৃত হলেন ডলি ব্যাস আহুজা, আর্যমান রামসে।

নির্মল বার্মা পুরস্কৃত হয়েছেন ‘কিপার অফ দ্য লাস্ট হার্ড’ চলচ্চিত্রের জন্য।
‘কুরান’ সিনেমার জন্য সম্মানিত হয়েছেন এস এ চন্দ্রশেখর, নিতিন ভেমুপাতি।


অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় পেয়েছেন ‘অ্যাক্টর ফর কাইন্ডনেস’ অ্যাওয়ার্ড। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী দেবশ্রী রায়, পাওলি দাম।


আরও পড়ুন – ভেঙে দেওয়া হল বসিরহাট পুরসভার বোর্ড! দায়িত্বে বসিরহাটের মহকুমাশাসক



