টি২০ বিশ্বকাপের (T20 World cup) দল নির্বাচনে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণ করতে না পারায় দলে জায়গা হয়নি স্বয়ং সহ অধিনায়ক শুভমান গিলের। পাশাপাশি কড়া বার্তা দেওয়া হয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে(Surya kumar Yadav)।
বিগত কয়েকটি সিরিজে শুভমান গিলের ব্যাটে ছিল রানের খরা। গিলকে ওপেনিংয়ে সুযোগ করে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল স্থিতিশীল ব্যাটার যিনি ইনিংস গড়ে দেবেন। কিন্তু সূত্র বলছে, গিল সেটা করতে পারেননি উল্টে বড় শটের চাপ সামলাতে পারেননি। ফলে প্রত্যাশা মতো রান উঠছে না স্কোর বোর্ডে। তার জেরে চাপ গিয়ে পড়েছে বোলারদের উপর। এ দিকে উইকেটকিপার ব্যাটিং লাইনআপের উপরের দিকে ব্যাট করলে দলের শক্তি বাড়ছে, কিন্তু গিল ও সূর্যকুমার যাদব ফর্মে না থাকায় সেটা হচ্ছে না।

শুধু গিল নয় ,স্ক্যানারের তলায় সূর্যও। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সহ-অধিনায়ককে বিশ্বকাপের (T20 World cup) দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা দেওয়া হয়েছে সূর্যকুমারকে। প্রত্যাশাপূরণ করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাঁকে ছাঁটাই করা হবে। শেষ হয়ে যেতে পারে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন। কারণ টেস্ট বা এক দিনের দলে সূর্যকে বিবেচনা করা হয় না দীর্ঘ দিন।

বিশ্বকাপের দল নির্বাচনের পর শনিবারই দিল্লিতে ফেরেন গম্ভীর। কয়েক দিন বাড়িতে থেকে যোগ দেবেন দলের সঙ্গে। এরপর রয়েছে নিউজিল্যান্ড সিকিজ। দিল্লি বিমানবন্দরে গিলকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন করলে গম্ভীর জানিয়ে দেন, কোনও মন্তব্য করবেন না। দল নির্বাচন সংক্রান্ত কোনও প্রশ্নেই একটি শব্দও উচ্চারণ করেননি গম্ভীর।

–

–

–

–

–

–


