দীপু দাসের হত্যা নিয়ে প্রশাসন যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তা কার্যত লোক দেখানো বলে দাবি করলেন লেখিকা ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তসলিমা নাসরিনের অভিযোগ, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে হিংসার ঘটনা শুরু হয়েছে তার ফলে নির্দোষ সংখ্যালঘু যুবক দীপু দাসের নৃশংস খুনের ঘটনা চাপা পড়ে গিয়েছে। দীপু দাসের পরিবারের আর্তনাদ দেশকে নাড়া দেয়নি। তাঁর দাবি, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ওসমান হাদির শেষকৃত্যে উপস্থিত হয়ে প্রকাশ্যে শোক প্রকাশ করলেও দীপু দাসের হত্যার বিষয়ে কোনো প্রকাশ্য বক্তব্য দেননি। যা দেশের পক্ষপাতমূলক আচরণকেই সামনে আনে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এর আগেও প্রতিবাদে সরব হয়েছেন তসলিমা। রবিবার সমাজমাধ্যম এক্স-এ তিনি আবারও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তাসলিমা তাঁর লেখাতে দাবি করেন, দীপু দাসের হত্যা নিয়ে প্রশাসন যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে তা লোক দেখানো। আদৌ অভিযুক্তদের বিচার হবে কি না তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন তাসলিমা। পোস্টের শেষে তসলিমা নাসরিন প্রশ্ন তোলেন, বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘু হত্যার ঘটনায় দোষীদের প্রকৃত অর্থে শাস্তি হয়েছে কি না? এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আরও পড়ুনঃ ব্যর্থ ইউনূস সরকার: সরব আক্রান্ত সংবাদ ও সাংস্কৃতিক সংস্থা

–

–

–

–

–

–

–

–


