বাংলায় ভোট কাটার রাজনীতি করে নতুন রাজনীতির খেলায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আদতে গোটা রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলার কথা বললেও তিনি যে বিজেপির ইন্ধনে আসন্ন বিধানসভা নির্বাচনে (assembly election) বিজেপিকে সাহায্য করতে নতুন দল গঠনের রাজনীতি করছেন, নতুন দলের নাম ঘোষণার মঞ্চ থেকেই স্পষ্ট করে দিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। স্পষ্ট ঘোষণা করলেন বিজেপির আসন এবার বাড়বে।
নতুন রাজনৈতিক দল আনার কথা বলার সময় থেকেই তৃণমূলের বরখাস্ত নেতা দাবি করেছিলেন বাংলায় তাঁর যেমন শত্রুপক্ষ তৃণমূল, তেমনই শত্রু বিজেপি। বরং কংগ্রেস (Congress), সিপিআইএম (CPIM), আইএসএফ-কে (ISF) সঙ্গে নিয়ে জোট করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন। তবে তিনি যে আদতে বিজেপি (BJP) ছেড়ে আসার পরও বিজেপির প্রতি ভালোবাসা ছাড়তে পারেননি, প্রমাণ করে দিলেন সোমবার বেলডাঙার (Beldanga) মঞ্চ থেকে।

সোমবারের রাজনৈতিক মঞ্চ থেকে হুমায়ুন কবীর যে কোনও মূল্যে তৃণমূলকে পরাস্ত করার ঘোষণা করেন। দাবি করেন, আজকে চ্যালেঞ্জ আমার। কোনও শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে (Murshidabad) ২২টা সিটে আপনি খাতা খুলে দেখান।

আরও পড়ুন : বেলডাঙায় ফ্লপ শো! ধর্মের চাদর সরে যেতেই জমায়েতে ফাটল হুমায়ুনের সভায়

অথচ বিজেপিকে নিয়ে বক্তব্য পেশ করতে গিয়েই গলার স্বর বদলে গেল হুমায়ুনের। তখন হুমায়ুনের দাবি, মুর্শিদাবাদে ২ বিজেপি আছে। বিজেপি (BJP) হয়তো দু একটা সিট (assembly seat) বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তারা যে পথ অবলম্বণ করে চলছে। আদতে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের একটি অংশের ভোট কাটার জন্য যে বিজেপির নির্দেশেই মাঠে নেমেছেন, স্পষ্ট করে দিলেন হুমায়ুন নিজেই। একবারও বললেন না মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস বা সিপিআইএম-এর আসন বাড়তে পারে। তাঁর ইঙ্গিত রইল বিজেপির আসন বৃদ্ধির দিকেই।

–

–

–

–

–


