Monday, December 22, 2025

কেন প্রতিদিন মাইকের সমস্যা! অন্তর্ঘাতের অভিযোগ তুলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA-দের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার মধ্যে মাইক বিপর্যয়। কাজে ব্যাঘাত ঘটায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বারবার কেন এই ধরনের সমস্যা? প্রশ্ন তুলে অন্তর্ঘাতের অভিযোগ করেন মমতা।

সোমবার, ইনডোর স্টেডিয়ামে বিএলএ-দের নিয়ে সভা করে তৃণমূল সভানেত্রী। তিনি বক্তব্য রাখার সময় আচমকা মাইকের (Sound System) আওয়াজ স্পষ্ট নয় বলে অভিযোগ ওঠে। মাইকের এই সমস্যার কথা শুনে মাইকম্যানদের (Mick-man) উপর ক্ষোভ প্রকাশ করেব তৃণমূল (TMC) সভানেত্রী। এর আগে ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভের দিনও মাইকের সমস্যা হয়। বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। বলেন, “ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইকম্যান যারা ইন্ডোরে কাজ করছেন, আমি বারবার দেখছি সমস্যা সৃষ্টি করছেন। আমি আগের দিনও দেখে গেছি। আজও দেখছি। দিস ইজ ট্যু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রির মিটিংয়ে দেখে গেছি। লোকেদের এই অভিযোগ এসেছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা। সেটা আপনার প্রাপ্য। কিন্তু, আপনি সার্ভিস তো দেবেন!”

পুলিশের (Police) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “পুলিশ কী করে? কেন দেখে না? যারা দায়িত্বে থাকে। আর পার্টিরও যারা থাকেন তাঁরাই বা কেন সাউন্ড চেক করবেন না? মাইক ঠিক হলে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কি না। এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই সমস্যা কেন হচ্ছে ?” এরপর মঞ্চের অপর প্রান্তে থাকা মাইকে বক্তব্য রাখতে চলে যান দলনেত্রী। BLA-দের জিজ্ঞাসা করেন সেটা থেকে শোনা যাচ্ছে কি না!
আরও খবর”গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম!” কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

এরপরেই ক্ষোভ উগরে দিয়ে মমতা সন্দেহ প্রকাশ করে বলেন, “এটা সাবোটাজ হচ্ছে না তো? ইকো হচ্ছে।” মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এমন গুরুত্বপূর্ণ সভায় প্রযুক্তিগত দায়িত্বে থাকা দলীয় কর্মী ও প্রশাসন কেন নজর রাখেনি। “মাইক (Sound System) কাজ করে না কেন ইন্ডোরের? এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কী করে? দেখে না কেন? পার্টির লোক যারা থাকেন তারাই বা কেন সাহায্য করবেন না? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? আমি কিন্তু এবার অ্যাকশন নেব।”

spot_img

Related articles

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...