ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রীড়াবিদদের করুণ অবস্থা। জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া ওডিশার খেলোড়ায়দের (Odisha Wrestlers) করুণ অবস্থার ছবি উঠে এল। যা নিয়ে নিন্দার ঝড়।
উত্তরপ্রদেশে বসেছিল অনূর্দ্ধ-১৭ ৬৯তম জাতীয় কুস্তি প্রতিযোগিতা(69th National School Wrestling Championship in Uttar Pradesh)। যোগী রাজ্যে এই প্রতিযোগিতায় অংশ নিয়ছিলেন ওডিশার ১৮ জন কুস্তিগীর(Wrestlers )। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন ছেলে এবং ৮ জন মেয়ে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, যাতায়াত-সহ সব ব্যবস্থা করার কথা ছিল অডিশা রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দফতর।

কিন্তু ট্রেনে টিকিট সংরক্ষণ ছিল না কুস্তিগীরদের(Wrestlers )।ফলে ট্রেনের শৌচালয়ের পাশে কোনও মতে বসে নিজেদের ব্যাগে মাথা ঠেকিয়ে, অপরিষ্কার ট্রেনে শুয়ে-বসে সফর করতে দেখা গিয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন মহল থেকে সরকারের সমালোচনা করা হয়েছে।বিজেপি শাসিত রাজ্যে ক্রীড়াবিদদের এমন হাল দেখে নিন্দার ঝড়।

শুধু যাওয়াই নয়, একইসঙ্গে ফেরার সময়ও একই অবস্থা হয়েছে ক্রীড়াবিদদের। ফলে প্রবল ঠাণ্ডার মধ্যে, সাধারণ কামরায় কোনও মতে উত্তরপ্রদেশ যেতে হয় তাদের। ওই কুস্তিগীরদের ফিরতেও হয়েছে একই ভাবে। এই প্রসঙ্গে দলের সঙ্গে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, চিঠি পাওয়ার পর আমরা দল নিয়ে যাই, কিন্তু দলের ম্যানেজার টিকিট কনফার্ম করতে পারেননি। একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তি তিনিও কিছু করেননি।

–

–

–

–

–



