বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের একবার সেই সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অসমের (Assam) জনজাতির মানুষেরা। নিজেদের অধিকারের জমিতে দখলদারি উচ্ছেদ করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মৃত্যু হল অসমের কারবি (Karbi) জনজাতিগোষ্ঠীর দুই ব্যক্তির।

অসমের কারবি জনজাতীয় অধ্যুষিত ২ জেলা কারবি আংলং ও পশ্চিম কারবি আংলং-এর বাসিন্দাদের দাবি, তাঁদের জন্য নির্দিষ্ট করা ভিজিআর ও পিজিআর জমিগুলি বেআইনি দখলদারিতে (outsiders) চলে গিয়েছে। এর প্রতিবাদে প্রায় ১৫ দিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কিন্তু অসমের হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) প্রশাসন তাঁদের দাবিতে কোনও সাড়া দেয়নি।

অবশেষে সোমবার থেকে হিংসাত্মক আন্দোলনের পথ বেছে নেয় কারবি গোষ্ঠীর মানুষ। মঙ্গলবারই এলাকায় ১৬৩ ধারা জারি করে অসমের (Assam) বিজেপি প্রকাশন। ফলে মঙ্গলবার আন্দোলনে পুলিশের উপর পাথর বৃষ্টি হয়। বোমা ছোঁড়ার অভিযোগও ওঠে। পাল্টা পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের উপর। গুলিতে দুজনের মৃত্যু হয়, যার মধ্যে একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন।
আরও পড়ুন : বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের

এলাকায় বুধবার থেকে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং খেরানি এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার দাবি জানান। মঙ্গলবার ভোর থেকে দুই কারবি (Karbi) অধ্যুষিত জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা (internet suspended)।

–

–

–

–

–


