Wednesday, December 24, 2025

সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আপাতত স্বস্তি GTA-র ৩১৩ শিক্ষকের

Date:

Share post:

আপাতত স্বস্তি GTA-র ৩১৩ জন শিক্ষকের। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বুধবার, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হল।

পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগের ভিত্তিতে চলতি মাসেই ৩১৩ জন শিক্ষকের চাকরি বতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন চাকরিহারা শিক্ষকরা।

কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এদিন সেই আবেদনের শুনানি হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের বক্তব্য, এই শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছেন। সিঙ্গল বেঞ্চ এই বিষয়টি ভেবে দেখেননি। শুধু তাই নয়, রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অন্যান্য কারণের শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। এই বিষয়টিও বিবেচনা করেনি সিঙ্গল বেঞ্চ। তারপরই সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়। ১২ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে রাজ্য সরকার ও মামলাকারীদের হলফনামা পেশেরও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আরও পড়ুন: সব গলে জল! হিমবাহশূন্য ভেনেজুয়েলার মেরিদা

পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলির শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে। বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। শুনানিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চও সেই রায়ই বহাল রাখে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাই কোর্টেই।

spot_img

Related articles

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...

ব্যাটিং বিক্রমে দুরন্ত জয়, প্রথম ম্যাচেই চিন্তা বাড়ালেন আকাশ-মুকেশরা

রাজকোটে দুরন্ত জয় দিয়েই বিজয় হাজারে ট্রফিতে ( Vijay Hazare Trophy) অভিযান শুরু করল বাংলা(Bengal)৷  বিদর্ভের বিরুদ্ধে  তিন...

দাম্পত্য কলহে অনিশ্চিত শিশুর ভবিষ্যৎ! বোঝাপড়ার পরামর্শ হাইকোর্টের

স্বামী-স্ত্রীর দাম্পত্য জটিলতায় অনিশ্চিত এক পাঁচ বছরের শিশুর অভিভাবকত্ব ও নাগরিকত্ব। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট...