Wednesday, December 24, 2025

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

Date:

Share post:

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর সিটি গ্রুপের।ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার জেরে মুম্বই সিটি  এফসির মালিকানা থেকে সরে দাঁড়াচ্ছে সিটি ফুটবল গ্রুপ(City Group)। এই মর্মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে মুম্বই সিটি।

এই সিটি গ্রুপের সঙ্গেই এতদিন যুক্ত ছিল মুম্বই সিটি (Mumbai City FC)। কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবলে চলছে চরম অচলাবস্তা। আইএসএল কবে শুরু হবে কেউ জানে না। দফায় দফায় আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেল মুম্বই সিটি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিটি গ্রুপ  মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে।

সিটি গ্রুপের অধীনে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি থেকে মেলবোর্ন সিটির মতো বিখ্যাত ক্লাবগুলি। সেই তালিকায় ছিল মুম্বই সিটিও। যদি শেষ পর্যন্ত সিটি গ্রুপের সঙ্গে মুম্বইয়ের সম্পর্ক ছিন্ন হয় তা ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ হবে না।

এদিকে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। নতুন ক্রীড়া আইন অনুসারে ২০২৬ সালে কোনও ক্রীড়া সংস্থায় নির্বাচন হবে না।  কিন্তু বিষয়টা এত সহজ নয়।   জানুয়ারি থেকে প্রয়োগ হচ্ছে নতুন ক্রীড়া আইন। ক্রীড়ামন্ত্রক চাইছে সব ফেডারেশন ক্রীড়া আইনের সঙ্গে তাল মিলিয়ে চলা শুরু করুক। এর মধ্যে রাজ্য ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলিও রয়েছে। কিন্তু অনেক সংস্থা মনে করতেই পারে, ক্রীড়া আইন প্রয়োগ করতে তাদের দু’বছরও লেগে যেতে পারে।

এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে এআইএফএফ-র নির্বাচন হতে পারে।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...