স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ ‘বিজেপির গুন্ডা বাহিনী’ দিয়ে মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) অনুগামী মতুয়াদের মারধরের অভিযোগ উঠল ঠাকুরবাড়িতে। গোটা ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। আহত অন্তত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমতাবালা পন্থীরা বলেন সম্প্রতি শান্তনু এসআইআরে প্রায় ১ লক্ষ নামের যে কথা বলেছিলেন তাতে তাঁরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন। কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেছেন তার জবাব চাইতেই বুধবার তাঁরা মিছিল করে এসেছিলেন। সেখানেই তাঁদের উপর বিজেপি নেতার অনুগামীরা চড়াও হয় বলে অভিযোগ।গুন্ডাদের হাত থেকে রেহাই পায়নি মতুয়া ধর্মাবলম্বী মহিলারাও। নক্কারজনক এই ঘটনার কড়া নিন্দা করেছেন তৃণমূল সাংসদ।


শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

জানা যায়, সম্প্রতি শান্তনু ঠাকুর এক্টি অনুষ্ঠানে বলেন ৫০ লক্ষ সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার সময় যদি ১ লক্ষ মতুয়াদের ভোটের নাম বাদ গেলে তাঁর কিছু এসে যায় না। এর প্রেক্ষিতে এদিন মতুয়া সাধু, গোসাই, পাগলেরা শান্তনুর কাছে শান্তিপূর্ণ ভাবে মিছিল করে SIR করে নাম বাদ দেওয়ার কথা জানতে গেলে শান্তনু ঘনিষ্ঠ বিজেপি ও বিজেপির সভাপতি নৃশংস ভাবে মারধর করে। ঠাকুরবাড়িতে এভাবে মতুয়াদের উপর আক্রমনকে কঠোর ভাষায় নিন্দা করেছেন মমতা ঠাকুর। ঠাকুরবাড়িতে ঠাকুর পরিবারের সদস্য শান্তনুর মদতে বহিরাগত ও অমতুয়াদের হাতে আসল মতুয়ারা এদিন যেভাবে হেনস্থার শিকার হল তা লজ্জার বলে দাবি মমতাবালা ঠাকুরের।
–

–

–

–

–

–

–
–
–


