রাজকোটে দুরন্ত জয় দিয়েই বিজয় হাজারে ট্রফিতে ( Vijay Hazare Trophy) অভিযান শুরু করল বাংলা(Bengal)৷ বিদর্ভের বিরুদ্ধে তিন উইকেটে জয় পেল বাংলা দল।

রঞ্জি ট্রফিতে শুরুটা ভালো হয়েছিল বাংলার(Bengal)। তবে মুস্তাক আলিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। পূর্ণ শক্তির দল নিয়েই বিজয় হাজারেতে খেলতে নেমেছে বাংলা।বিদর্ভ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৮২ রান তোলে।

আমন মোখাড়ে, ধ্রুব শোরে ১৯৫ রানের জুটি গড়েন। ৯৯ বলে ১১০ রান করে আউট হন আমন। ধ্রুব ১২৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন। শামি-মুকেশ-আকাশ সমৃদ্ধ বোলিং লাইন আপ পুরোপুরি ফ্লপ। শামি ৬৫ রান দিয়ে ২ উইকেট নিলেন।আমির গণি দুটি উইকেট নেন। মুকেশ-আকাশদীপরা কোনও উইকেট পেলেন না। আকাশ ৯ ওভারে ৮৬ রান দিলেন।
অভিষেক পোড়েল ৫৬, অভিমন্যু ঈশ্বরণ ৭১, সুদীপ ঘরামি ৬৮ ও শাহবাজ আহমেদ ৭১ রানের সৌজন্যে ৩৮৩ রানের টার্গেটকে ৭ বল বাকি থাকতে তুলে নিল বাংলা।ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।

বাংলা বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোরও সুনিশ্চিত করল।এতদিন অবধি ২০১০ সালে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে ৩৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার ৮ উইকেটে ৩৫০ রানই ছিল সর্বাধিক স্কোর।

–

–

–

–

–


