Wednesday, December 24, 2025

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

Date:

Share post:

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের প্রতিনিধিরা। সেখানে একটু হলেও নতুন বছরে আইএসএল(ISL) শুরু নিয়ে হালকা হলেও একটা আশার আলো দেখা গেল।

এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মোহনবাগানের সিইও বিনয় চোপড়া এবং নর্থইস্টের প্রতিনিধি। বাকি সদস্যরা ফেডারেশনের দফতরে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই গোয়া রাজ্য ফুটবল সংস্থার সভাপতি কাইতান ফার্নান্ডেজ এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত ক্লাবগুলির উদ্দেশে বলেন, ‘জটিলতা কাটাতে হলে সবার প্রথমে ঠিক করতে হবে যে আমরা একসঙ্গে সমস্যা কাটাতে চাই। এবং ফুটবলটা শুরু করতে চাই।’ ফেডারেশন গঠিত কমিটিকে পাল্টা ক্লাব জোটের  পক্ষ থেকে  বলা হয়, “আমরা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান চাই।”

ফেডারেশনের তরফে লিগ আয়োজনের জন্য দুটি প্রস্তাব দেওয়া হয় ক্লাব জোটকে। এক, দুটো ভেন্যুতে হলে ডাবল লেগর লিগ। দুই, সব ম্যাচ হোম-অ‍্যাওয়ে হলে সিঙ্গল লেগ।  পাল্টা ক্লাব জোটের পক্ষ থেকে বলা হয় এই লিগ থেকে তাদের আয় কী হবে, সেক্ষেত্রে বলা হয় লিগের লভ্যাংশ থেকে তাদের শেয়ার দেওয়া হবে তবে তাদেরও লিগ আয়োজনের খরচ দিতে হবে।

ক্লাব জোটের পক্ষ থেকে পাল্টা  জানতে চাওয়া হয়, কারা লিগের সম্প্রচার করবে, তখন ফেডারেশনের কমিটি বলেন, আগে দিন ক্ষণ চূড়ান্ত না হলে কোনও সংস্থার সঙ্গে এই বিষয়ে কথা বলা সম্ভব হচ্ছে না। ঠিক হয় জানুয়ারি তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের  প্রথম সপ্তাহে  লিগ শুরু হবে।

তবে এখনও অনেক জটিলতা রয়েছে। ফলে আগামী ২৬ ডিসেম্বর ফের বৈঠক হবে দুই পক্ষের।

 

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...