দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার (BJP Govt.)। তার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজ অতি সত্বর শুরু করার জন্য লোকভবন অভিযানের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস (Congress)। যা ঘিরে কার্যত ধুন্ধুমার বাধল পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। বুধবার বেন্টিঙ্ক স্ট্রিট থেকে মিছিল করে লোকভবনের সামনে পৌঁছন দলের কর্মী-সমর্থকেরা। সেখানে ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করতেই ধস্তাধস্তি বাধে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। ঘটনায় আঘাত পেয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করার অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারসহ দলের নেতা ও কর্মীদের লালবাজার তুলে নিয়ে গিয়েছে পুলিশ।

প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, “নতুন আইনে রামের নামের অপব্যবহার করে গান্ধীজির সঙ্গে সঙ্গে পুরুষোত্তম শ্রীরামেরও বদনাম করছেন নরেন্দ্র মোদি। কারণ, শ্রীরাম ছিলেন প্রজা অন্ত প্রাণ। আর মোদি সরকার গরিব মানুষের জীবন-জীবিকায় কুঠারাঘাত করে চলেছে।” সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভঙ্করের দাবি, “পশ্চিমবঙ্গের বকেয়া ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দেওয়ার দাবি নিয়ে দরবার করতে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি দল গঠন করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হোক।” আরও পড়ুন: দাম্পত্য কলহে অনিশ্চিত শিশুর ভবিষ্যৎ! বোঝাপড়ার পরামর্শ হাইকোর্টের

–
–

–

–

–

–

–

–


