দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের বড় উৎসবে (Christmas festival) সামিল হয়ে ফেস্টিভ মুডের উৎসাহ উন্মাদনা চেটেপুটে উপভোগের চেষ্টা আপামর বাঙালির। ২০২৫ এর ক্রিসমাসের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে (Kolkata Christmas carnival in Park Street) চেনা ভিড়ের ছবি ধরা পড়েছে। রাত যত গভীর হয়েছে ততই বেড়েছে নিজস্বী তোলার উন্মাদনা। রাত সাড়ে আটটার মধ্যেই অ্যালেন পার্ক মুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। মধ্যরাতে লাল টুপি আর ঝলমলে হেয়ার ব্যান্ড কিংবা ঝিকিমিক আলোর চশমায় কাতারে কাতারে মানুষের ভিড় বড়দিনের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে। পঁচিশে ডিসেম্বরের সকাল থেকেই পিকনিক মুডে বাঙালি। চিড়িয়াখানা, ইকোপার্ক (Eco Park) কিংবা ভিক্টোরিয়া চত্বরে রেকর্ড ভিড়ের সম্ভাবনা।


বর্ষশেষ আর বর্ষবরণের আনন্দের মাঝে একটা সপ্তাহের সূচনা ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক (Bow Barrack Christmas Carnival) সর্বত্রই ঝলমলে কলকাতা ক্রিসমাস কার্নিভাল। কেক পেস্ট্রির দোকানে লম্বা লাইন আর সকাল থেকেই পিকনিক স্পটের দিকে রওনা হওয়া বাঙালি ক্রিসমাসের আনন্দ উপভোগে যে বিন্দুমাত্র খামতি রাখতে রাজি নয় তা বেশ স্পষ্ট।বুধবার রাত ৯টার কিছু আগে কলকাতার বড়বাজারে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উৎসবের মরসুম এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান একতা, শান্তি আর সহানুভূতির বার্তাও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।


বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে ছুটি থাকায় সকাল থেকেই পরিবার প্রিয়জনের সঙ্গে পিকনিকে ব্যস্ত বঙ্গবাসী। সময় যত এগোবে ততই বিনোদনমূলক পাঠগুলোতে রেকর্ড ভিড় হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। সেইমতো নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। এদিন সকালে পার্ক স্ট্রিটে স্বাভাবিক গাড়ি চলাচল করলেও ভিড় অনুযায়ী যান নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। ফুটপাথের ধারে সান্টা টুপি, মাথার ব্যান্ড, রঙিন আলোর চশমার পসরা সাজিয়ে বসেছেন অনেক বিক্রেতাই। বিকিকিনি হচ্ছে চুটিয়ে। কেউ এসেছেন প্রেমিকাকে নিয়ে, কারোর কোলে একরত্তি। এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বটেই, ভিনরাজ্য থেকেও প্রিয়জন পরিবারকে নিয়ে কলকাতার ক্রিসমাস মুডে মেতে উঠতে দেখা গেছে সাধারণ মানুষকে।
–

–

–

–

–

–

–
–


