Thursday, December 25, 2025

মধ্যরাতে কর্নাটকের ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে ঝলসে মৃত্যু অন্তত ১০ জনের

Date:

Share post:

বড়দিনে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে। বেসরকারি একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের (bus truck accident) ফলে বাসে আগুন ধরে যাওয়ায় বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী ১০ জনের মৃত্যু হয়েছে তবে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আহত কমপক্ষে ২০ জন। এদিন রাত দুটোর সময় ৪৮ নম্বর জাতীয় সড়কের (NH 48) উপরে কর্নাটকের চিত্রদুর্গ জেলার উপর একটি ট্রাক ডিভাইডার পার করে ভুল লেনে চলে আসে। এরপরেই উল্টোদিক থেকে আসা একটি এসি বাসে ধাক্কা মারে ট্রাকটি। নিমেষের মধ্যেই বাসে আগুন ধরে যায়।

সি বার্ড নামের বেসরকারি সংস্থার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগা যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসে ৩২ জন যাত্রী ছিলেন। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে যখন সংঘর্ষের পরই বাসে একের পর এক বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ২০ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকলেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। কয়েকজনের অবস্থা রীতিমত সঙ্কটজনক। উদ্ধারকাজ চলছে। কিন্তু ঠিক কীভাবে ট্রাক অন্য লেনে চলে এল এবং সংঘর্ষের পর বাসে কীভাবে আগুন ধরে গেল, সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহত এক যাত্রী জানিয়েছেন ধাক্কা লাগার পরেই আতঙ্কে সবাই চিৎকার করছিল। আর তারপরেই চারপাশে আগুন জ্বলে যায়। এমনকি দরজা খুলছিল না তাই কয়েকজন জানালা ভেঙে বেরিয়ে যান। বাকি যাত্রীদেরও বাঁচানোর চেষ্টা চলছিল কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছিল যে কিছু করা যায়নি।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে তেলঙ্গানাতেও একইভাবে দুর্ঘটনায় বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবেই বারংবার এই ধরণের দুর্ঘটনায় বেসরকারি বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।

 

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...