Thursday, December 25, 2025

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

Date:

Share post:

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur) বা সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা কেউ মনোনীত হলেন না রাষ্ট্রের সর্বোচ্চ খেল সম্মানের জন্য। বিসিসিআইয়ের (BCCI) ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রথম বার দেশকে বিশ্বকাপ জিতিয়েও  খেলরত্ন পুরস্কারের (Khel Ratna Awarded)জন্য মনোনীত করা হল না হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানাকে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, খেলরত্নের জন্য গগন নারাং, অপর্ণা পোপাট ও এমএম সোমায়ার কমিটি  হরমনপ্রীত ও স্মৃতির সঙ্গে সঙ্গে কমপাউন্ড তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম এর  নাম নিয়েও বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করা হয়। শেষ পর্যন্ত কোনও নামই কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়নি।

ক্রিকেটারদের পারফরম্যান্সের জন্য কোনও নির্দিষ্ট পয়েন্ট সিস্টেম নেই। সেই  কারণের জন্যই নাকি  দু’জনের নাম বাদ পড়েছে। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র উল্লেখ করেছেন,  বিসিসিআইয়ের প্রস্তাবের উপর নির্ভর করে কমিটি। তবে এ বার বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও পুরুষ বা মহিলা ক্রিকেটারের নাম কোনও জাতীয় পুরস্কারের জন্য প্রস্তাব করেননি।”

ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মহিলা ক্রিকেটারেরা দেশকে প্রথম বারের মতো বিশ্বকাপ জিতিয়েছে,  তাঁদের বঞ্চিত করা কেন হল? তবে শেষ ২০২৩ সালে ক্রিকেটার হিসাবে খেলরত্ন সম্মান পেয়েছিলেন মহম্মদ শামি। তার নামও শেষ মুহূর্তে পাঠিয়েছিল বোর্ড। এর আগেও ১৯৯১-৯২ সালে কেউ খেলরত্ন সম্মান পাননি।

তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাতে ক্রিকেটারদের নাম থাকলে অবাক হওয়ার কিছু  থাকবে না।

 

spot_img

Related articles

প্রয়াত জঙ্গলমহলের ‘মাস্টারমশাই’ উপেন্দ্র কিস্কু

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা উপেন্দ্র কিস্কু (Upendra Kisku)। বুধবার রাতে বাঁকুড়ার (Bankura)...

সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ

প্রতিপক্ষ দলের ব্যাটারদের কাছে ত্রাসের নাম জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)।  আগুনে বোলিং করে বিপক্ষ দলের ব্যাটারদের সাজঘরের পথ...

চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

ধর্ম ও জাতি হিংসার পথ থেকে সরে আসতে বাংলাদেশকে কতটা পথ দেখাতে পারবে বিএনপি তা আগামী সময় বলতে...

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...