হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি। হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Ch)! চলতি বছরেই একটি ঘটনাকে কেন্দ্র করে হুগলিতে সংঘাতে জড়িয়ে পড়ে রাজ্যের বিরোধীদলগুলি। সেই মামলাতেই আগাম জামিনের জন্য হুগলির একটি মহকুমা আদালতে হাজির হয়েছিলেন সিপিএমের নেতারা। একে একে নাম ধরে ডাকার সময় হাত তুলে উপস্থিতি জানান দিচ্ছিলেন তাঁরা। তালিকার শেষ নাম মিঠুন চক্রবর্তী। হাত তুলে উপস্থিতি জানান দেন বছর পঁয়তাল্লিশের নেতা। যা দেখে অবাক খোদ বিচারপতিও। তিনি মজার ছলে বলেন, “আরে! মিঠুন চক্রবর্তী? আপনি তো বিজেপি-তে ছিলেন। সিপিএম হলেন কবে?” মিঠুন বিচারপতিকে জানান, নাম-পদবির মিল থাকলেও তিনি বরাবর সিপিএম-ই করেন।

ইনি ‘তারকা’ নন, সিপিএমের নেতা মিঠুন শ্রীরামপুরের ছেলে। বাম মহলের পরিচিত মুখ তিনি। পেশাগত ভাবে পর্যটক সমন্বয়ের কাজ করেন। দেশের বিভিন্ন প্রান্তে যান পর্যটকদের নিয়ে। সমাজ মাধ্যমেও বিভিন্ন রিল বানিয়ে পোস্ট করতে দেখা যায় তাঁকে। আবার দলের ডাকে হাজির হন নিয়মিত। তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাম বিড়ম্বনায় মাঝে মধ্যেই পড়তে হয় মিঠুন চক্রবর্তীকে। আরো পড়ুন: কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

–
–

–

–

–

–

–

–

