বাংলাদেশে ফুরিয়ে আসছে কন্ডোম (Condom)। হাতে আর মাত্র ১মাস ৯ দিন, তারপর কী হবে? উত্তর নেই কারোর কাছে। বাংলাদেশের অরাজকতা আর অস্থির পরিস্থিতির কারণে নাকি অর্থের অভাব এবং কর্মীদের সংকটে ভুগছে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা সংক্রান্ত কর্মসূচি। সুতরাং যেখানে কোনও ফ্যামিলি প্ল্যানিংয়ের কর্মসূচিই নেই সেখানে তো বাংলাদেশের মানুষ নিজেরাই কর্মে ব্যস্ত। তার জেরেই এবার কন্ডোমের ভাঁড়ারে টান। হিসেব কষে দেখা গেছে আগামী বছরের গোড়ার দিকে কমপক্ষে এক মাস কন্ডোম জোগাড় করতে পারবে না সরকার। ফলে জন্মহার যে লাফিয়ে বাড়বে তা তো বেশ বোঝাই যাচ্ছে। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে পাওয়া এই খবর মুহূর্তে ভাইরাল হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে যে জাতীয় সমীক্ষা চালানো হয়েছে তাতে দেখা গেছে জন্মনিরোধক ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর পঞ্চাশ বছরে প্রথমবার মোট জন্মহার বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে যেখানে মোট জন্মহার ২.৩ ছিল, সেটা এবার বেড়ে ২.৪-তে ঠেকেছে। কন্ডোমের ব্যবহার কমে যাওয়া এবার যে এই পরিসংখ্যান আরও বাড়বে তা বলাইবাহুল্য।

–
–

–

–

–

–

–

–


