উন্নয়নের বড়াই করা ডবল ইঞ্জিন সরকারের মুখে ঝামা ঘষে গড় মাসিক আয়ের নিরিখে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বাংলার বুকে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেখানে বাংলা-বিদ্বেষীদের সব চক্রান্ত ভেস্তে দিয়ে চলতি বছর গড় মাসিক আয়ে (Avarage Monthly Salary) দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে বাংলা।

সম্প্রতি ক্লিয়ারট্যাক্স ও আপসার্জ নামে দুই বেসরকারি সংস্থার তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে গড় মাসিক আয়ের নিরিখে দেশের মধ্যে এগিয়ে বাংলা। দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে বাংলায় গড় মাসিক আয় ২০,২১০ টাকা। বাংলার আগে শুধুমাত্র রয়েছে উত্তরপ্রদেশ (২০,৭৩০ টাকা)। এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (২০,২১০ টাকা)।

সব বিষয়ে বাংলাকে ছোট দেখানোর প্রচেষ্টা বিজেপির (BJP)। অথচ সরকারি প্রকল্প থেকে শুরু করে গড় আয় (Avarage Monthly Salary) সবেতেই দেশের মধ্যে সেরা তালিকায় জায়গা করে নিচ্ছে পশ্চিমবঙ্গ।
–

–

–

–

–

–

–


