ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে পরিষেবা ব্যাহত হয়। টালিগঞ্জ মেট্রো স্টেশনে টানেলের মধ্যেই আচমকাই বিকল হয়ে পড়ে কাছে চলন্ত রেক। বন্ধ হয়ে যায় এসিও। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর যাত্রীরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন খারাপ হয়ে গিয়েছে রেক।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি আর এগোতে পারেনি। ট্রেনের ভিতরে ঘোষণা করে যাত্রীদের পরিস্থিতি জানানো হয়। পরে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাত্রীদের ধীরে ধীরে ট্রেন থেকে নামানো হয়। দীর্ঘ সময় ট্রেনের মধ্যে আটকে থাকায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়। এই সময় আপতকালীন দরজা কাজ করা বন্ধ করে দেয়। অনেককেই দরজা ভেঙে ফেলার হুমকি দিতে শোনা যায়। ভিতরে আটকে থাকা যাত্রীদের ট্রেনের ভিতর দিয়েই সামনের দিকে এগিয়ে আসতে বলা হয়। সামনের দিকের দরজা দিয়ে যাত্রীদের সকলকে বের করে আনা হয়। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে। দক্ষিনেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালু রয়েছে পরিষেবা।

এই ঘটনার জেরে ব্লু লাইনের একটি অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। রবিবার হলেও সকালবেলায় বহু যাত্রীকে ভোগান্তির মুখে পড়তে হয়। অনেকে বাধ্য হয়ে বাস, অটো কিংবা অন্য বিকল্প পরিবহন ব্যবহার করেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ত্রুটি সারানোর কাজ শুরু করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে বারবার এই ধরনের ঘটনায় ব্লু লাইনের পরিষেবার নির্ভরযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন তুলছেন যাত্রীরা। আরও পড়ুন: বছরের শেষ রবিবারে পিকনিক মুডে বাংলা, ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়
–

–

–

–

–

–

–


