বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে রবিবার কলকাতার সামান্য বেড়েছে উষ্ণতার পারদ। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৪ ডিগ্রি সেলসিয়াস।পশ্চিমের জেলায় সামান্য বেড়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতির খুব একটা বদল হবে না। কনকনে ঠান্ডা উত্তরেও।

হাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে বাড়তে পারে। সকালের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে কমবে দৃশ্যমানতা।

–
–

–

–

–

–

–

–


