ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগে আটক করা হল হুমায়ুনের (Humayun Kabir) ছেলে গোলাম নবি আজাদকে। এরপরই জেলা পুলিশ সুপারের (SP, Murshidabad) দফতর ঘেরাওয়ের হুমকি দিয়ে বহরমপুর (Bahrampur) শহর স্তব্ধ করার ডাক দিলেন ভরতপুর বিধায়ক।

রবিবার মুর্শিদাবাদের শক্তিপুর থানায় (Shaktipur police station) হুমায়ুন কবীরের নিরাপত্তা কর্মী একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি দাবি করেন, রবিবার ছুটি চাইতে গিয়েছিলেন তিনি বিধায়কের শক্তিপুরের বাড়িতে। সেই সময় আচমকাই হুমায়ুনের ছেলে আজাদ তার উপর চড়াও হয়। তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় বলেও দাবি অভিযোগকারী নিরাপত্তা কর্মীর। সেই সঙ্গে হুমায়ুনও তাঁকে গালিগালাজ করেন বলে তিনি অভিযোগ করেন।

এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই পুলিশ কর্মী। তার জেরে রবিবারই শক্তিপুর থানার পুলিশ (Shaktipur police station) হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে পৌঁছায়। আটক করা হয় হুমায়ুনের (HUmayun Kabir) ছেলে আজাদকে। সেই সঙ্গে বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। গোটা ঘটনার তদন্ত শক্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন : বেলডাঙায় ফ্লপ শো! ধর্মের চাদর সরে যেতেই জমায়েতে ফাটল হুমায়ুনের সভায়

তবে ছেলেকে পুলিশে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়েই সরব হুমায়ুন। তিনি দাবি করেন, ওই নিরাপত্তাকর্মী বিনা অনুমতিতে ঘরে ঢুকে দুর্ব্যবহার করেছিল। তাকে ঘর থেকে বের করে দিয়েছিল আজাদ। যে ছুটি তিনি চেয়েছিলেন তাও দেওয়া হবে বলেও দাবি হুমায়ুনের। রবিবারই শক্তিপুর থানায় যান হুমায়ুন। সেই সঙ্গে হুমকি দেন, বৃহস্পতিবার তিনি বহরমপুরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে জবাব চাইবেন, কেন তাঁর ছেলেকে আটক করা হয়। সেই সঙ্গে পুলিশ সুপারের দফতর ঘেরাও করারও হুঁশিয়ারি দেন ভরতপুর বিধায়ক।

–

–

–

–

–


