Sunday, December 28, 2025

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

Date:

Share post:

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া শুনানি পর্বে ডাক পেয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ কতটা হয়রানির শিকার তা পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বুথ লেভেল এজেন্টদের (BLA)। তা নিয়েই রবিবার ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

রবিবারের ভার্চুয়াল বৈঠকের (virtual meeting) শুরুতেই বিএলএ-দের (BLA) গুরুত্বপূর্ণ দায়িত্ব স্মরণ করিয়ে দেন সুব্রত বক্সি (Subrata Bakshi)। তিনি স্পষ্ট করে দেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বিএলএ-টু যাঁরা আছেন তাঁরা বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষকে বলতে হবে কোন কোন নথি দরকার। বারবার স্ক্রুটিনি করতে হবে। শুনানিতে ডাকলে নোটিশ পেয়েছে কি না দেখতে হবে। ভোটার তালিকা অন্তত তিন জন করে চেক করবেন। এরপরেও সমস্যা হলে অভিষেকের অফিসে যোগাযোগ করবেন।

আরও পড়ুন : নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

বাসিন্দা হওয়ার জন্য যে সব কাগজপত্র প্রয়োজন সাধারণ মানুষের, তার জন্যও প্রশাসনকে সব রকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই এদিন সুব্রত বক্সি বিএলএ ও দলীয় কর্মীদের নির্দেশ দেন, পাট্টা দরকার হলে মহকুমা শাসকের দফতরে যোগাযোগ করবেন। এই ভোট খুব মুশকিল এর হবে যদি অর্ধেক নাম বাদ যায়।

spot_img

Related articles

সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, বাইশ গজে চেনা ছন্দে স্মৃতি

বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন...

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন...

শুনানির নামে বয়স্ক বৈধ ভোটারদের হেনস্থা

বিজেপির নির্দেশে বাংলার ওপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার...

বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার, একদিনের দল নিয়েও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।...