ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষকে শুনানিতে ডাকার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ভোটার তালিকা কারচুপিতে ভুয়ো ভোটার (false voter) ঢোকানো, এভাবেই নির্বাচন কমিশন (Election Commission) আসন্ন বিধানসভা নির্বাচনে কারচুপির পথে হাঁটতে পারে। রবিবার বুথ লেভেল এজেন্জ ও প্রায় ১ লক্ষ নেতা কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সকলকে সতর্ক করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলায় কর্মী ও বিএলএ-দের কীভাবে কাজ করতে হবে, তাও স্পষ্ট করে দিলেন তিনি।

রবিবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় স্মরণ করিয়ে দেন, কীভাবে দিল্লি নির্বাচনে ফর্ম সিক্স (Form 6) ভর্তি করার পথে হেঁটে ভুয়ো ভোটার ঢুকিয়েছিল নির্বাচন কমিশন। তাই কমিশনের শুনানি প্রক্রিয়ায় ফর্ম সিক্স ভর্তি করা নিয়ে সতর্ক করলেন অভিষেক। এই পরিস্থিতিতে অভিষেকের (Abhishek Banerjee) নির্দেশ, নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন। নতুন যুক্ত হওয়া নাম সন্দেহজনক মনে হলেই ফর্ম সেভেন (Form 7) জমা দিন। ফর্ম সিক্স ভর্তির সময় যাতে সন্দেহজনক ব্যক্তির অ্যানেক্সার ফোর থাকে, তা বাধ্যতামূলকভাবে দেখে নিতে হবে।

আরও পড়ুন : ‘ইতিহাস সব দেখছে, বাংলা ক্ষমা করবে না’, এসআইআরের চাপে BLO মৃত্যুতে পোস্ট অভিষেকের
পাশাপাশি বিএলএ-দের (BLA) প্রতি অভিষেকের নির্দেশ, কোনও মৌখিক নির্দেশে কাজ করবেন না। কারণ এভাবে মৌখিক নির্দেশ দিয়ে কাজ করানোর মাধ্যমেই দুনম্বরি করা চলছে। হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া চলছে। সেভাবে নির্দেশ এলে কেউ মানবেন না।

–

–

–

–

–

–


