বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন ভারতের সহ অধিনায়ক।৪৮ বলের ৮০ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন স্মৃতি। ১১টি চার এবং তিনটি ছক্কা মারলেন। সেই সঙ্গে যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরে পাঠালেন।

২৫, ১৪, ১ – এই ছিল সিরিজের প্রথম তিন ম্যাচে স্মৃতির(Smriti Mandhana) রান।তবে কেরালার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের ছন্দেই দেখা গেল তাঁকে। ওপেন করতে নেমে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতের সহ অধিনায়ক। অর্ধশতরান করার পর সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন কিন্তু ৮০ রানেই ছন্দ পতন হল তাঁর।

পলাশ পর্ব অতীত করে শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়েই ২২ গজে ফিরেছিলেন স্মৃতি মন্ধানা। কিন্তু কিছুতেই রান পাচ্ছিলেন না।২৩ নভেম্বর সকালে এক ঝটকায় সব তছনছ হয়ে যায় স্মৃতির। বাগদানের পরও পলাশের সঙ্গে বিয়ে ভেঙে দেন। বডি শেমিং নিয়ে বিতর্ক হচ্ছিল । এই ম্যাচে ৮০ রান করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন স্মৃতি। কুইন বুঝিয়ে দিলেন ক্রিকেটই তাঁর প্রথম একমাত্র ভালোবাসা।
এই ম্যাচে শেফালি ভার্মা ৭৯ রান করলেন। ১৬ বলে ৪০ রানের মারকাটারি একটা ইনিংস খেললেন রিচা ঘোষ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২২১ রান তুলল ভারত।

–

–

–

–

–



