এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সশরীরে শুনানিতে উপস্থিত থাকতেই হবে— এমন কোনও নিয়ম কোথাও নেই।

ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, রাজ্যের বাইরে কর্মসূত্রে থাকা পরিযায়ী শ্রমিকদের শুনানি কেন অনলাইন মাধ্যমে করা হবে না, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। “এই নিয়ম কোথায় লেখা আছে? দেখান,”— বলে কমিশনকে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করেই পরিযায়ী শ্রমিকদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার ফলেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে।

অভিষেক আরও জানান, যদি কারও নাম বাদ যায়, তবে আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে পদক্ষেপ করতে হবে। তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বলেন, নাম কাটার ক্ষেত্রে ফর্ম সিক্স ও অ্যানেক্সচার ফোর জমা দিতে হবে। একই সঙ্গে দলীয় কর্মীদেরও এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
আরও পড়ুন – ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল

_

_

_

_

_

_
_


