Tuesday, December 30, 2025

আজ বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, নেত্রীর নির্দেশের অপেক্ষায় তৃণমূলের নেতা-কর্মীরা 

Date:

Share post:

রাজ্যজুড়ে অপরিকল্পিত এসআইআর (SIR) আবহে কেন্দ্র ও কমিশনকে একযোগে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মোদি – শাহের দল যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ- বয়স্কদের চরম হেনস্থার শিকার হতে হচ্ছে তা এ রাজ্যের মানুষ ভালো ভাবে মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছে রাজ্যের শাসক দল। এই আবহে মঙ্গলবার বাঁকুড়া (Bankura) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister of West Bengal Mamata Banerjee)। একদিকে নির্বাচন অন্যদিকে এসআইআর নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে তখন তৃণমূল সুপ্রিমোর নির্দেশ শোনার জন্য মুখে রয়েছেন বাঁকুড়ার কর্মী সমর্থকরা। বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে একটি রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা মমতার। এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

গত বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিই হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনেও জেলার দুই আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয় পাইনি রাজ্যের শাসক দল। ফলে বাঁকুড়া জেলা তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে ঘিরে দলের অন্দরেই বাড়তি তৎপরতা। তৃণমূল নেতৃত্বের দাবি, এই জনসভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। সংগঠনকে চাঙ্গা করা এবং বিরোধীদের শক্ত ঘাঁটিতে বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য সংখ্যালঘু কমিশন

হিজাব-বিতর্ক খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্য সংখ্যালঘু কমিশনের (state minority commission) ফুল বেঞ্চ পৌঁছবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ।...

শীতের কামড়ে জবুথবু রাজ্য, মহানগরীতে মরশুমের শীতলতম দিন

সময় যতই বর্ষশেষের দিকে গড়াচ্ছে ততই দাপট দেখাচ্ছে শীত (Winter)। প্রত্যেকদিন নিম্নমুখী উষ্ণতার পারদ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা (Kolkata...

বিজেপি বিধায়কের অবমাননাকর মন্তব্য, এফআইআর তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর 

বাংলাদেশ ইস্যুতে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের (Ashim Sarkar) অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী...

বিরাটির যদুবাবু বাজারে আগুন, নিমেষে পুড়ে ছাই অন্তত ২০০টি দোকান! অগ্নিকাণ্ড বাগুইআটিতেও 

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগলো বিরাটি স্টেশনের (Birati Station) কাছে যদুবাবু বাজারে (Jadubabu Bazar) । সোমবার...