Wednesday, December 31, 2025

হাই কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য শিবির

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরু থেকেই রাজ্যের মেয়েদের স্কুলে বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং স্কুল শিক্ষা দফতর যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। নবান্নের নির্দেশে আগামী ৭ জানুয়ারি থেকে ধাপে ধাপে রাজ্যের ১,৬৫৮টি সরকারি ও সরকার-পোষিত মেয়েদের স্কুলে এই শিবিরের আয়োজন করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

এই কর্মসূচির আওতায় রাজ্যের সমস্ত জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মেয়েদের স্কুলগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত ছাত্রীদের পাশাপাশি তাঁদের অভিভাবকরাও এই শিবিরে অংশ নেবেন। শিবিরগুলিতে মূলত পুষ্টি, সাধারণ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিটি স্কুলের জন্য এক হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। সেই হিসেবে গোটা কর্মসূচির জন্য মোট ১৬ লক্ষ ৫৮ হাজার টাকা অনুমোদন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই অর্থ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে জেলা শিক্ষা দফতরের কাছে পাঠানো হয়েছে।

জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি স্কুল এই কর্মসূচির আওতায় রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে ২২০টি মেয়েদের স্কুলে স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। এর পরেই রয়েছে কলকাতা, যেখানে ২১২টি স্কুলে শিবির হবে। হুগলিতে ১৪৮টি, হাওড়ায় ১৩৯টি, পূর্ব মেদিনীপুরে ১৩৪টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১২৩টি স্কুলে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। অন্যান্য জেলাগুলিতেও নির্ধারিত সংখ্যক স্কুলে একইভাবে শিবির আয়োজন করা হবে।

নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, শিবির আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলগুলিকে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। অনুমোদিত তথ্য, শিক্ষা ও যোগাযোগ সংক্রান্ত উপকরণ শিবির চলাকালীন প্রদর্শন করাও বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিবিরের বিস্তারিত নথিভুক্তকরণ এবং ছবি-সহ রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে জুভেনাইল জাস্টিস কমিটির কাছে জমা দিতে হবে।

প্রশাসনিক মহলের মতে, গত নভেম্বর মাসে কলকাতা হাই কোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি মাসে একের পর এক সরকারি নির্দেশিকা জারি করে রাজ্য জুড়ে এই কর্মসূচিকে কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিশোরী ছাত্রীদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত সচেতনতা বাড়াতে এই উদ্যোগ রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – নতুন বছরেই শুরু সংস্কারের কাজ, ইস্ট-মোহনের যুবভারতীতে আইএসএল খেলা নিয়ে সংশয়

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় নতুন বিতর্ক, ‘ভিভিআইপি’ প্রসঙ্গে উত্তাল উত্তরাখণ্ড রাজনীতি

উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে। ২০২২ সালে ঋষিকেশের কাছে একটি খাল থেকে উদ্ধার...

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার...

দীপ্তির বিশ্বকাপ, বছর শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

জয় দিয়েই বছরটা শেষ করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team )। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে...

এসআইআর শুনানি ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির দাবি

এসআইআর শুনানি সংক্রান্ত একাধিক দাবিতে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই...