Wednesday, December 31, 2025

এসআইআর ইস্যুতে অভিষেকের নেতৃত্বে বুধবার কমিশনের মুখোমুখি তৃণমূল

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হতে বুধবার দিল্লিতে কমিশনের সদর দফতরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল বেলা বারোটা নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। কমিশনের ফুল বেঞ্চের সামনেই এসআইআর ঘিরে ওঠা নানা অভিযোগ ও প্রশ্ন তুলে ধরবেন তারা।

মঙ্গলবারই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, এসআইআর-এর নামে বাংলার একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেই দিল্লি ঘেরাও করা হবে। সেই হুঁশিয়ারি যে নিছক বক্তব্য নয়, তা স্পষ্ট করতেই এই সাক্ষাৎ বলে তৃণমূল সূত্রের দাবি।

দলীয় নেতৃত্বের বক্তব্য, এসআইআর-এর মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপে একাধিক বুথ লেভেল অফিসার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলেও অভিযোগ তুলবে তৃণমূল। কীভাবে পরিকল্পিতভাবে বাংলার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তার তথ্যপ্রমাণ কমিশনের সামনে পেশ করা হবে। কোন সফটওয়্যার ব্যবহার করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং কমিশনের ডিজি আইটি সীমা খান্নার ভূমিকা কী, তা নিয়েও প্রশ্ন তোলা হবে। একই সঙ্গে কমিশন কার নির্দেশে কাজ করছে, সে বিষয়েও ব্যাখ্যা চাইবে তৃণমূল।

এছাড়া কমিশনের দাবি অনুযায়ী বাংলার ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে যে অসঙ্গতির কথা বলা হচ্ছে, সেই তালিকা কেন এখনও প্রকাশ করা হয়নি—তা নিয়েও জবাবদিহি চাওয়া হবে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা, কমিশন যদি তাদের স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক ভূমিকা থেকে সরে না আসে, তবে আন্দোলন আরও তীব্র হবে।

মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার নিয়েও কমিশনের কাছে জবাব তলব করবে তৃণমূল। দলের অভিযোগ, এসআইআর-এর নামে লক্ষ লক্ষ মতুয়ার ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে নিয়মিত ভোট দেওয়া বহু মতুয়ার নাম ভোটার তালিকা থেকে কেন বাদ দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তোলা হবে বৈঠকে।

প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া ও প্রদীপ মজুমদার। এছাড়াও রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ নাদিমুল হক, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন।

আরও পড়ুন – সবুজ সাথীর জোরদার প্রস্তুতি! ১০ লক্ষ সাইকেল কিনছে রাজ্য

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় নতুন বিতর্ক, ‘ভিভিআইপি’ প্রসঙ্গে উত্তাল উত্তরাখণ্ড রাজনীতি

উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে। ২০২২ সালে ঋষিকেশের কাছে একটি খাল থেকে উদ্ধার...

বড়জোড়ার সভা থেকে বাঁকুড়ার শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যকে বিনম্র শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া জেলার পুণ্যভূমিতে সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর ছাপের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার...

দীপ্তির বিশ্বকাপ, বছর শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

জয় দিয়েই বছরটা শেষ করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team )। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে...

এসআইআর শুনানি ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির দাবি

এসআইআর শুনানি সংক্রান্ত একাধিক দাবিতে সোমবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই...