Wednesday, December 31, 2025

জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেন, আহত একাধিক

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand )চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ(Tunnel Train Acciden), আহত কমপক্ষে ৬০ জন। মঙ্গলবার রাতে বিষ্ণুগড়–পিপলকোটি হাইড্রো প্রকল্পের টানেলের ভেতরেই শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা(Tunnel Train Accident) খায় সরঞ্জামবোঝাই একটি মালবাহী ট্রেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

চামোলির জেলাশাসক গৌরব কুমার এই মর্মে জানিয়েছেন, শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি লোকো ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রেনে ১০৯ জন যাত্রী ছিলেন। ৬০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপেশ্বরের জেলা হাসপাতালে। পাঁচজনের হাড় ভেঙে গিয়েছে। ১৭ জন আহতকে পিপালকোটির বিবেকানন্দ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ওই টানেলে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ-র কাজ চলাকালীন একটি ট্রেনে করে যাচ্ছিলেন আধিকারিক ও শ্রমিকরা। প্রয়োজনীয় সরঞ্জাম ছিল ট্রেনটিতে। চামোলি জেলার হেলাং এবং পিপালকোটির মধ্যে অলকানন্দা নদীর ওপর নির্মিত ৪৪৪ মেগাওয়াট ক্ষমতার এই জলবিদ্যুৎ প্রকল্প চারটি টারবাইনের মাধ্যমে ১১১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কিন্তু এদিন হঠাৎ করেই আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় মালবাহী ট্রেনের। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কর্মী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

spot_img

Related articles

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠেল অভিষেক

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

ডিজিটাল যুগে ভাইরাল হওয়া এখন আর শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টার...

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ...

জনবিচ্ছিন্ন কর্মীরা: কলকাতার বৈঠকে বিধায়কদের মাঠে নামার নির্দেশে চাঙ্গা করার চেষ্টা শাহর

দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় থাবা বসানো লক্ষ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে তাই বিশেষভাবে কলকাতার নেতাদের সঙ্গে একের পর...