বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। যোগী রাজ্যে স্বনামধন্য সরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগ ওই প্রতিষ্ঠানেরই এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। কায়সারবাগ থানায় এফআইআর (FIR in Kaisarbag police station) দায়ের করা হয়েছে।দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে আক্রান্ত ছাত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন।

জানা গেছে, উত্তরপ্রদেশের ওই ইন্টার্ন চিকিৎসক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার নার্সিং ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে হুমকি দেওয়া শুরু হয়। কথা না শুনলে ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়। অভিযুক্ত পলাতক। গত ১৫ দিনে উত্তরপ্রদেশের কোনও মেডিক্যাল প্রতিষ্ঠানে এই নিয়ে দ্বিতীয়বার নারী হেনস্থার ঘটনা ঘটলো। যাঁরা পশ্চিমবঙ্গের কোনও বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কুৎসা করতে মাঠে নেমে পড়েন সেই বিজেপি নেতাদের মুখে ডবল ইঞ্জিন রাজ্যের এই ঘটনা নিয়ে একটাও কথা নেই। অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা গেছে।

–
–

–

–

–

–

—


