Friday, January 2, 2026

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

Date:

Share post:

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলায় এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির  সঙ্গে অমিত শাহ (Amit Shah) বৈঠক করেন। পরের দিনই আলোচনায় ডাকেন বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যও। আর তারপরেই ১ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে দিলীপ জানান, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।”

ছাব্বিশের নির্বাচনের আগে রাজনীতিতে ফের সক্রিয় দিলীপ (Dilip Ghosh)। আদি-নব্যের দ্বন্দ্বে দীর্ঘদিন বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। এমনকী, মোদি-শাহর সভাতেও ডাক পেতেন না তিনি। তাহলে কোন জাদুতে তাঁর মান ভাঙালেন শাহ? কী কথা হয়েছে তাঁদের? শুক্রবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, “উনি কাজ করতে বলেছেন। আমি কাজে নেমে পড়েছি।” বিয়ে থেকে শুরু করে রাজ্যের আমন্ত্রণ দিঘার জগন্নাথ মন্দিরের সস্ত্রীক যাওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক- সব কিছু নিয়ে দিলীপ-কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশানা করেছিলেন সুকান্ত-শুভেন্দুরা। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার বলেছিলেন, “জগন্নাথধামে গিয়েছিলেন বলেই দলে দায়িত্ব ফিরে পেয়েছেন।” এদিন দিলীপ বলেন, “জগন্নাথ দেবের আশীর্বাদেই ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার আসবে।”

তবে, শাহি টনিকেই যে দিলীপ চাঙ্গা সেটা বৃহস্পতিবার থেকে স্পষ্ট। এদিকে, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লি ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। এখন বিধানসভা ভোটের আগে আদি-নব্যের দ্বন্দ্ব মিটিয়ে কী রণকৌশল সাজায় বিজেপি সেটাই দেখার।

spot_img

Related articles

ভাঙড় জিতে এবার ৩১-এ ৩১: দক্ষিণ ২৪ পরগনার টার্গেট বাঁধলেন অভিষেক, ২১-এর থেকে আসন বাড়বে তৃণমূলের

বারুইপুরের রণসংকল্প সভা করে আনুষ্ঠানিক ভাবে বিধানসভা নির্বাচনের (Assembly Election) সুর বাঁধলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

পোশাক বিধি মেনেই নতুন বছরের শুরুতে মহাকাল মন্দিরে পর্যটকদের ঢল

পাহাড়ের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে ঢুকতে হলে মানতে হবে নির্দিষ্ট পোশাক বিধি বা 'ড্রেস কোড'। মন্দির কমিটির এই কড়া...

বিজেপি নেতার পর ধর্মগুরু, মুস্তাফিজুর ইস্যুতে ফের রুচিহীন আক্রমণ শাহরুখকে

আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কেকেআর(KKR)।  কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে।...

কেন ব়্যাম্প? ৩ ‘ভূত’কে হাঁটিয়ে কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেকের

ব্রিগেডের আদলে ব়্যাম্প করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...