Friday, January 2, 2026

উত্তর সিকিমে বছরের প্রথম তুষারপাত, আটকে বাংলার পর্যটকরা

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাত থেকে ইয়ুমথাং এবং জিরো পয়েন্টে শুরু হয়েছে তুষারপাত (snowfall)। উত্তর সিকিমের এই দুই জায়গাতে তুষারপাত দেখবার আশায় আসে হাজার হাজার পর্যটক। ২০২৬ এর প্রথম দিনেই তুষারপাত উত্তর সিকিমে। তবে এর আগে ২০২৫ এর ২ ডিসেম্বর তুষারপাত হয়েছিল জিরো পয়েন্টে।
শীতকালের শুরুতেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলোতে শুরু হয়েছে তুষারপাত। সাদা চাদরে ঢেকে গিয়েছে ইয়ুমথাং এবং জিরো পয়েন্ট। তুষারপাত উপভোগ করতে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে সেইখানে।

উত্তর সিকিমে তুষারপাত উপভোগ করতে গিয়ে বিপত্তিও ঘটেছে। ইয়ুমথাং-এ আটকেও পড়েছেন বাংলার অনেক পর্যটক। জানা যাচ্ছে, বরফে ঢেকে গিয়েছে সব রাস্তাঘাট। ফলে গাড়ি চলাচল প্রায় বন্ধ। আটকে পড়েছেন বহু পর্যটক । বাংলা ছাড়াও আটকে আছেন আরও অন্যান্য রাজ্যের পর্যটকরা। আরও পড়ুন: শ্রীনগর-বারামুল্লা-উরি জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যাহত

বিকাশ ভৌমিক নামে এক পর্যটক জানিয়েছেন, “উত্তর সিকিম থেকে ফেরার সময় দুপুরে তুষারপাতের কারণে গাড়ি আটকে যায়। গাড়ির চাকা স্লিপ করে খাদের ধারে চলে যাচ্ছিল। চালক আমাদের নামিয়ে দেন। প্রায় ৪ ঘণ্টা আমরা হেঁটেছি। উদ্ধার করতে কেউ আসেনি। অবশেষে সামনে একটা ঘর দেখতে পাই। তালা ভেঙে আমরা কিছুক্ষণের জন্য সেখানে ঢুকে প্রাণ বাঁচাই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে খানিকটা দূরে নিয়ে এসেছে।” উদ্ধারের জন্য প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে ওই যুবক। অন্যদিকে নেটওয়ার্কের কারণে আটকে পড়া ওই পর্যটকদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই চিন্তায় পরিবার।

spot_img

Related articles

অভিষেকের ব়্যাম্পে ‘ভূত’: এরকম বহু অভিযোগ, রিপোর্ট তলবে মেনে নিল কমিশন

অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে তার ভুল প্রতি পদক্ষেপে চোখে আঙুল দিয়ে...

আবার ক্রাউড ফান্ডিংয়ের গল্প! অনিকেতের সাফাইতে ধুইয়ে দিল তৃণমূল

জুনিয়র চিকিৎসকদের বাম-অতিবামপন্থী সংগঠন ছেড়ে বাংলার শাসকদল তৃণমূলের তোলা অভিযোগ প্রমাণ করেছিলেন অনিকেত মাহাত। তবে এবার এককভাবে ক্রাউড...

শিক্ষক নিয়োগ মামলা: প্রায় সাড়ে তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত (seize)...

এই হল বিজেপির হিন্দুত্ব! একের পর এক অডিও শুনিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের

”বাংলাদেশে যে নির্মমভাবে হিন্দুদের মারা যাচ্ছে, দীপু দাসকে খুন করা হয়েছে, তা দেখছেন। আর যার নেতৃত্বে হিন্দুদের মারা...